Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Md Riajul Jannat Rafat books

followers

মোঃ রিয়াজুল জান্নাত রাফাত

মোঃ রিয়াজুল জান্নাত রাফাতের জন্ম ২০০৭ সালের ১৪ এপ্রিল, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ছোট্ট ও নীরব এক গ্রাম বুরুংগিতে। শৈশব থেকেই তিনি নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্য দিয়েও দৃঢ় মনোবল নিয়ে শিক্ষা ও সৃজনশীলতার পথে এগিয়ে চলেছেন। তার শিক্ষাজীবনের সূচনা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, যেখানে তিনি ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে অধ্যয়ন করেন। ২০২৫ সালে তিনি কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। পরবর্তীতে উচ্চমাধ্যমিক পড়াশোনার জন্য তিনি উত্তরবঙ্গের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন। রাফাত একাধারে একজন তরুণ উপন্যাসিক, সাহিত্যিক ও প্রকাশক। কৈশোর থেকেই সাহিত্যচর্চার প্রতি তার গভীর অনুরাগ তাকে ধীরে ধীরে লেখালেখির জগতে প্রতিষ্ঠিত করে তোলে। মাত্র পনেরো বছর বয়সে তিনি রচনা করেন তার প্রথম ছোটগল্প "অদৃশ্য বন্ধন" যা তার সাহিত্যজীবনের সূচনা-দ্বার উন্মোচন করে এবং পরবর্তী যাত্রার ভিত্তি দৃঢ় করে। সময়ের সঙ্গে সঙ্গে তার কলম আরও প্রখর, চিন্তাশক্তি আরও সুগভীর হয়ে ওঠে। ইতোমধ্যে প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে "কালকুহেলি" আর প্রকাশের অপেক্ষায় আছে "অবসান গন্তব্য"-যা কালকুহেলী ন্যারেটিভ ইউনিভার্সের ধারাবাহিক উপন্যাসগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে। তার লেখালেখির মাধ্যমে মানুষ ন্যায়ের পথে চলার শিক্ষা পায় এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর অনুপ্রেরণা লাভ করে। রাফাত সর্বদা চেষ্টা করেন তার কলমকে সত্য ও ন্যায়ের পক্ষে ব্যবহার করতে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে বহু সমালোচনা ও বিরূপ মন্তব্য সহ্য করতে হয়েছে, তবুও তিনি থেমে যাননি। আল্লাহ তায়ালা তাকে সহায়তা করছেন- এই অটুট বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে তিনি নির্ভয় ও নির্দ্বিধায় নিজের মনের ভাব প্রকাশ করে যান, সত্যকে সাহসের সাথে তুলে ধরেন তার লেখার প্রতিটি অক্ষরে। যদিও তার প্রকাশিত গ্রন্থের চেয়ে অপ্রকাশিত পাণ্ডুলিপির সংখ্যা বেশি, তিনি চান সেগুলো সময়ের পরিক্রমায় একে একে পাঠকের সামনে উন্মোচিত হোক। সাহিত্যচর্চার পাশাপাশি নবীন লেখকদের পাশে দাঁড়ানোর এক অনন্য উদ্যোগ হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছেন "নির্বিশঙ্ক প্রকাশনী" যা মূলত সুপ্ত প্রতিভাবান তরুণদের সাহিত্যজগতে এগিয়ে নিয়ে যাওয়ার একটি সৃজনধর্মী প্রতিষ্ঠান। তার পিতা একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও বর্তমানে আইনজীবী, আর মা একজন সাধারণ গৃহিণী। পরিবার থেকে পাওয়া শিক্ষাই তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কঠিন বাস্তবতার সম্মুখীন করেছে। রাফাতের লক্ষ্য কেবল সাহিত্যসৃষ্টি নয়- তিনি চান বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারক ও বাহক হতে। তার স্বপ্ন, কলমের শক্তিকে ব্যবহার করে সমাজে ন্যায়ের, সত্যের ও মানবিকতার আলো ছড়িয়ে দেওয়া।

মোঃ রিয়াজুল জান্নাত রাফাত এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed