Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mufti Hasanuzzaman books

follower

মুফতি হাসানুজ্জামান

মুফতি হাসানুজ্জামান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জাটিয়া ইউনিয়নের টংটংগীয়া গ্রামে নব্বই দশকের শুরুর দিকে সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক লেখাপড়ার হাতেখড়ি ঘাগরাপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। মাত্র দেড় বছরে ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী বাইতুল কুরআন মাদরাসায় হিফজ সম্পন্ন করেন। হিফয শোনানোর পর সেখানেই কিতাব বিভাগে প্রতিটি ক্লাসে মেধার সাক্ষর রেখে হিদায়াতুন্নাহব পর্যন্ত পড়েন। এরপর উচ্চতর পড়াশোনার জন্য শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মোহাম্মদপুর মাদরাসায় ভর্তি হন। সেখানেও প্রতিটি পরীক্ষায় সিরিয়ালে থেকে বেশ সুনামের সাথে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপ সফলভাবে উত্তীর্ণ হন। ময়মনসিংহের আঞ্চলিক শিক্ষা বোর্ড ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যাহ ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক-এর প্রতিটি পরীক্ষায় মেধাস্থান লাভ করেন। দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর জামিয়া রাহমানিয়াতেই ইসলামিক ল’ তথা ইসলামি আইনশাস্ত্রে গভীর জ্ঞান অর্জনের জন্য দুই বছর ইফতা বিভাগে অধ্যয়ন করেন। উস্তাদদের তত্ত্বাবধানে থেকে গভীর অধ্যয়ন ও বিস্তৃত গবেষণার মাধ্যমে নিজেকে যোগ্য ও গ্রহণযোগ্য আলেম হিসেবে গড়ে তুলতে প্রয়াস পান। পাশাপাশি ব্যক্তিগতভাবে উস্তাদদের অধীনে থেকে উলুমুল হাদিস বিষয়েও ব্যুৎপত্তি অর্জন করেন। প্রতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর স্বীয় উস্তাদের তত্ত্বাবধানে রাজধানীর অদূরে মুন্সীগঞ্জের দেওভোগ বড় মাদরাসায় ইফতা বিভাগের মুশরিফ ও মুহাদ্দিস হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে উস্তাদদের পরামর্শে নিজ এলাকায় দীনের বহুমুখী খেদমত করা ও ইলমে দীন বিস্তারের লক্ষ্যে নিজ জেলার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া দারুল উলূম, গৌরীপুরে যোগদান করেন। বর্তমানে এখানেই হাদিসের দরস ও ইফতা বিভাগের মুশরিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ময়মনসিংহ মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ‘বাঘমারা কেন্দ্রীয় জামে মসজিদ’-এ খতিব হিসেবে খেদমত আঞ্জাম দিচ্ছেন ।

মুফতি হাসানুজ্জামান এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed