Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Monjur Tajim books

follower

মনজুর তাজিম

কবি মনজুর তাজিম বাংলাদেশের সমকালীন কবিতার জগতে এক উজ্জ্বল নাম, যিনি সত্তর দশকের অন্যতম প্রধান কবি হিসেবে পরিচিত। তিনি ১৯৫২ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়াতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ফারুক আহম্মেদ এবং মাতা ফেরদৌস আরা। বর্তমানে তিনি ফেনী জেলার 'মুক্তনীড়', ডাক্তার পাড়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মনজুর তাজিমের কবিতায় প্রেম, বিরহ, নৈঃসঙ্গ, মুক্তিযুদ্ধ, রাজনৈতিক সচেতনতা এবং স্বদেশপ্রেমের বিষয়বস্তু গভীরভাবে প্রতিফলিত হয়। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর কবিতায় দেশপ্রেমের ছাপ স্পষ্ট। তাঁর কাব্যভাষা সহজ, স্বতঃস্ফূর্ত এবং হৃদয়গ্রাহী। তিনি সাহিত্য-সাংবাদিকতা পেশায় যুক্ত এবং 'মাসিক আনন্দ ভৈরবী' সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ: মাতাল মোহনার কাছাকাছি উল্টো দেয়ালে চুনকাম অচিন কবির পদাবলী শাফুলী বৃষ্টি (ত্রয়ী কাব্য) বৈশাখে যুগল কবিতা (যুগল কাব্য) এখনো ট্রিগারে আঙুল (যুগল কাব্য) বিকেলের ফুল (যুগল কাব্য) উত্তরের জানালা এই কাব্যগ্রন্থগুলোতে কবি মনজুর তাজিমের প্রেম, বিরহ, নৈঃসঙ্গ, ঐতিহ্য, স্মৃতি এবং মৃত্যুচিন্তার মতো বাস্তবিক অনুষঙ্গের পাশাপাশি স্বদেশপ্রেমের অনুভূতি প্রকাশ পেয়েছে। তিনি তাঁর কবিতায় মানবিক টান এবং শরীরী সংরাগের মাধ্যমে প্রেমকে ছুঁয়ে দেখতে চান, যা তাঁর কাব্যভাষাকে আরও গভীরতা প্রদান করে। মনজুর তাজিমের কবিতা পাঠকদের হৃদয়ে গভীরভাবে অনুরণিত হয় এবং তিনি বাংলা সাহিত্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন।

মনজুর তাজিম এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed