Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Johur Kabir books

follower

জহুর কবির

জন্ম: ৫ এপ্রিল ১৯৮৮, কাশিমনগর গ্রাম, পাইকগাছা থানা, খুলনা পিতা: শেখ সুরমান আলী মাতা: জহুরা বেগম জহুর কবির—একাধারে কবি, গীতিকবি, উপন্যাসিক, বিনোদন সাংবাদিক, শিক্ষক ও সাংগঠনিক ব্যক্তিত্ব। খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামে কপোতাক্ষ নদীর স্নেহধন্য প্রকৃতিপটে ১৯৮৮ সালের ৫ই এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। পারিবারিক পরিমণ্ডলে বেড়ে ওঠা এ সাহিত্যসেবী প্রাথমিক শিক্ষা লাভ করেন স্থানীয়ভাবে; পরবর্তীতে তিতুমীর কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শৈশবেই লেখালেখির হাতেখড়ি হয়। তাঁর কবিতায় থাকে প্রেম, বেদনা, সমাজবাস্তবতা ও ব্যক্তিক অনুভবের সংমিশ্রণ। প্রকাশিত কাব্যগ্রন্থ "পৃথিবীর দুই চোখ" (২০১৩), উপন্যাস "শেষ কথা বলা হলোনা" (২০১৫) এবং যৌথ কাব্যগ্রন্থ "বলেশ্বরী" (২০১৫)—সমকালীন পাঠকের মনোযোগ কাড়ে। কবিতার পাশাপাশি জহুর কবির গানের জগতেও সুপরিচিত নাম। তাঁর লেখা উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে: “এক পৃথিবী ভালোবাসা”, “দুঃখ আমার ঘরের চালা”, “তোর কারণে”, “ছাই”, “আমার চোখে ঝাপসা দেখি”, ও “চন্দ্রমুখী”। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার হিসেবেও স্বীকৃত। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা করেছেন মনিপুর এডুকেয়ার স্কুল, আনোয়ার হোসেন মডেল স্কুল ও সিলভার ডেল স্কুল অ্যান্ড কলেজে। বর্তমানে তিনি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত। সাহিত্য সংগঠনের ক্ষেত্রেও তাঁর অবদান গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশ লিটারেচার কাউন্সিল-এর প্রতিষ্ঠাতা সভাপতি, এবং মাসিক নতুন সকাল ও কপোতাক্ষ ম্যাগাজিন-এর সম্পাদনায় যুক্ত ছিলেন সম্পাদক ও উপদেষ্টা হিসেবে। জহুর কবিরের সাহিত্যচর্চা, সংগঠকসত্তা ও গীতিকবিতা—তিনটি শাখাতেই সমানভাবে প্রবাহমান, যা তাঁকে এ সময়ের অন্যতম বহুমাত্রিক লেখকে পরিণত করেছে।

জহুর কবির এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed