Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shahidul Hasin Khokon books

follower

শাহিদুল হাসান খোকন

জন্ম ১৬ ডিসেম্বর, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামে। পিতা আমীর হোসেন ও মাতা রিজিয়া বেগমের পাঁচ সন্তানের মধ্যে তৃতীয়। তিনি ২ পুত্র সন্তানের জনক। বড় ছেলে হামিম হাসান উদয় এবং ছোট ছেলে সামীন হাসান ধুমকেতু। স্ত্রী শারমিন খান সুধা কলেজ শিক্ষিকা। কবি শাহিদুল হাসান খোকন লেখাপড়া করেছেন কম্পিউটার সায়ন্সে। কিন্তু পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কাজ করছেন সর্বভারতীয় শীর্ষ গণমাধ্যম টিভি টুডে নেটওয়ার্ক (ইন্ডিয়া টুডে গ্র“পের প্রতিষ্ঠান) এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে। পাশাপাশি জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ডিনিউজবিডি ডটকম’র ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই তরুণ কবি ও সাংবাদিক কাব্যচর্চার পাশাপাশি গল্প, উপন্যাস লিখেন নিয়মিত। এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা করছেন তিনি। ‘দখিন দুয়ার খোলা’ কবির চতুর্থ কাব্যগ্রন্থ। ইতোমধ্যে ‘দ্রোহের প্রস্থান’, ‘রূপরেখা ও ভালোবাসারা’ এবং ‘একগুচ্ছ দীর্ঘশ্বাস’ নামক তার আরো তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রচুর সম্ভাবনাময় এই তরুণ লেখকের লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায়। বাস্তববাদী এই লেখকের লেখায় সবসময় নূতনত্ব বিদ্যমান। তার লেখার শ্রী ও গঠন ঐশ্বর্যময়। ‘দখিন দুয়ার খোলা’ কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতা পাঠককে নূতন কবিতার রসে আপ্লুত করবে। জ্ঞানের যারা সংগ্রাহকÑ তারাও নিরাশ হবেন না আশাকরি।

শাহিদুল হাসান খোকন এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed