Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Umme Habiba Munni books

follower

উম্মে হাবিবা মুন্নী

উম্মে হাবিবা মুন্নী সমকালীন বাংলা সাহিত্যের একজন সম্ভাবনাময় এবং পাঠকপ্রিয় লেখক। সাহিত্যের নানা শাখায় প্রায় এক যুগেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে লেখালেখি করে চলেছেন তিনি। জন্ম ফেনী জেলায়, তবে বাবার চাকরিসূত্রে শৈশব কেটেছে চট্টগ্রামে। বর্তমানে ঢাকায় বসবাস করছেন—স্বামী ফজলুল করিম চৌধুরী স্বপন এবং দুই কন্যাকে নিয়ে গড়ে তুলেছেন একটি সুস্থ-সুন্দর পারিবারিক পরিসর। তিনি চট্টগ্রাম রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুল থেকে এসএসসি, চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সাহিত্যে তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা এখন পর্যন্ত ৭টি। উল্লেখযোগ্য বইগুলো হলো— কান পেতে রই, সেই সময়, আলোর এই ঝরণাধারা, কেনো জানিনা, বৃথা, অপ্রকৃতস্থ প্রেম, এবং আমাদের আর দেখা না হোক। সাহিত্যে তাঁর সক্রিয় ও সৃজনশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে পরপর দুই বছর—২০২৩ ও ২০২৪ সালে—এশিয়ান কালচারাল কমিউনিটি অব বাংলাদেশ (ACC Bangladesh) কর্তৃক সম্মানিত হয়েছেন “আলোকিত নারী” হিসেবে। উম্মে হাবিবা মুন্নী বিশ্বাস করেন—সাহিত্য শুধু আত্মপ্রকাশের মাধ্যম নয়, বরং সমাজ ও মানবজগতের অন্তরলীন সত্য প্রকাশের এক অনন্য উপায়। তাঁর লেখায় সেই দায়বোধ ও শিল্পসচেতনতার ছাপ স্পষ্ট।

উম্মে হাবিবা মুন্নী এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed