Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mili Choudhury books

follower

মিলি চৌধুরী

বাংলাদেশের আবৃত্তিশিল্পের চন্দনা খ্যাত কবিতাপুত্রী খ্যাতিমান আবৃত্তি শিল্পী মিলি চৌধুরীর দ্বিতীয় সম্পাদিত গ্রন্থ 'আবৃত্তির জানালা'। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রথম কন্ঠস্বর স্বর্ণকণ্ঠী মিলির বেড়ে ওঠা একটি বিশুদ্ধ সাংস্কৃতিক ও সাহিত্যিক পরিমণ্ডলে। ছোটবেলা থেকে বেতার ও টোলও শনের নিয়মিত সংবাদপাঠক ও র বাংলাদেশ টেলিভিশনের তালিকাড়ক্ত নাট্যশিল্পী মিলি চৌধুরীর একক আবৃত্তি সন্ধ্যা ও 'আলোর পথ যাত্রী'- চট্টগ্রামে এই শিল্পের মাইল ফলক। আবৃত্তি, উপস্থাপনার পাশাপাশি তার্কিক ও অভিনয়ে খ্যাতি রয়েছে এই গুণী শিল্পীর। আবৃত্তিশিল্পী ও তার্কিক হিসেবে জাতীয় পুরস্কারের পাশাপাশি অভিনয়েও জাতীয় পুরস্কার পেয়েছেন বেশ ক'বার। ১৯৯৫ সালে নাট্যকলা বিষয়ে ভারত সরকারের বৃত্তি লাভ করেন। সংস্কৃতির বিভিন্ন শাখায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত মিলি চৌধুরী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হল চ্যাম্পিয়নসহ অর্জন করেছেন বিভিন্ন পুরস্কার। বাংলাদেশের দ্বিতীয় একক নাটক নোবেল বিজয়ী নাট্যকার 'দরিয়ে ফো'র 'এ ওমেন অ্যালোন'-এ তাঁর অনবদ্য একক অভিনয় ব্যাপক প্রশংসিত। ব্যক্তিগত জীবনে আইন পেশায় (এডিশনাল পাবলিক প্রসিকিউটর, জজ কোর্ট) জড়িত বিশিষ্ট মানবাধিকার কর্মী মিলি চৌধুরীর প্রথম একক আবৃত্তি ক্যাসেট 'তোমার কাছে নত হয়েছি কবিতা।' আর্থসামাজিক পটভূমিকে এবং অস্তিত্বের সঙ্কটকে কণ্ঠে ধারণ করে শ্রোতৃহৃদয়ে আনন্দ-বেদনা-প্রতিবাদের বীজ বুনে দিতে মিলি চৌধুরী অদ্বিতীয়া। তাঁর সম্পাদনায় প্রথম প্রকাশিত আবৃত্তি উপযোগী শিশুকিশোর কবিতা সংকলন 'আবৃত্তি করি চল্'।বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের আবৃত্তি প্রশিক্ষক মিলি চৌধুরীর পরিচালনায় মঞ্চস্থ ও পুরস্কৃত হয়েছে বেশকিছু শিশুতোষ নাটক। আবৃত্তি শিল্পের নক্ষত্র মিলি চৌধুরীর আরাধনা হলো এ শিল্পে নতুন নতুন কুশিলব তৈরী করা।

মিলি চৌধুরী এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed