Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Saiful Islam Chowdhury books

follower

সাইফুল ইসলাম চৌধুরী

সাইফুল ইসলাম চৌধুরী, জন্ম: ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি। ৩ ভাই ও ১ বোনের মধ্যে জ্যেষ্ঠ, জন্মস্থান: মটুয়া। গ্রামটি তখনকার সময় নোয়াখালী জেলার ফেনী মহকুমাস্থ (এখন জেলা) ছাগলনাইয়া খানা ও ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল (বর্তমানে পৌরসভার অধিভুক্ত ওয়ার্ড)। পিতা: মরহুম সলিম উল্লাহ চৌধুরী (১ম উপজেলা চেয়ারম্যান ছাগলনাইয়া উপজেলা, ফেনী), মা: মরহুম নুরজাহান বেগম (গৃহিণী)। লেখাপড়া: ফেনী সরকারি পাইলট প্রাইমারি স্কুল দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু। এরপর ফেনী সরকারি পাইলট হাই স্কুল হয়ে চট্টগ্রাম কলেজ এবং সবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে (৭ম ব্যাচ) সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন। চাকুরী জীবন: আয় চাকুরি জীবনের শুরু ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এ প্রবেশনারি অফিসার পদে যোগদানের মধ্য দিয়ে। পরবর্তীতে ২০০৭ সালে সাউথইস্ট ব্যাংক লিমিটেডে কর্মজীবনের আরেক অধ্যায়ের শুরু হয় যার পরিসমাপ্তি ২০১৭ সালে। এখন অবসর জীবন কাটছে লেখালেখি, সোশ্যাল মিডিয়া ও কতিপয় সামাজিক সংগঠন এর সাথে জড়িত হয়ে। বিয়ে: ১৯৮৭ সালের ১১ সেপ্টেম্বর সিলেট জেলার অন্তর্গত গোলাপগঞ্জ উপজেলার বারায়া উত্তরবাগ নিবাসী কামরুন নাহার ইপার সাথে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সংসার জীবন শুরু। সন্তান: ১ ছেলে (সৌমিক শারার চৌধুরি) ও ১ মেয়ে (পৃথুলা প্রতিতি প্রমা) আমাদের সংসার আলো করে আছে। ছেলে তথ্য প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের হিউস্টন ইউনিভার্সিটি হতে মাস্টার্স করে সে দেশেই চাকুরীরত। মেয়ে এখনো জ্ঞান চর্চার মধ্যে রয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যলয়ে অর্থনীতি বিষয়ে ৪র্থ বর্ষ সম্মান ক্লাসের ছাত্রী। শখ: বই পড়া, ক্রিকেট খেলা দেখা (বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট), কবিতা লেখা। প্রকাশিত গ্রন্থ: কবিতাগ্রন্থ ৭ টি, যথাক্রমে, বৃষ্টিকে লেখা চিঠির খসড়া (সাউন্ডবাংলা প্রকাশনী, ২০১৫), স্মৃতি সে তো স্পর্শকাতর [সাউন্ডবাংলা প্রকাশনী, ২০১৬], এ তুমি কেমন তুমি (সাউন্ডবাংলা প্রকাশনী, ২০১৭), কে যাবি আয় (রৌদ্রছায়া প্রকাশ, ২০১৮), নানান রূপের তুমি (আলোঘর প্রকাশনী, ২০২২), এক এক করে দুই (আলোঘর প্রকাশনী, ২০২৩), চাঁদ উপখ্যান (সাউন্ডবাংলা প্রকাশনী, ২০২৩) এবং জীবনী সংকলন ‘বিশ্বসেরা রাষ্ট্রনায়ক’ (সাউন্ডবাংলা প্রকাশনী, ২০১৮)। প্রিয় কবি: শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, জীবনানন্দ দাস ও আবুল হাসান। প্রিয় বই: শংকর-এর ‘চৌরঙ্গী’, বিমল মিত্রের ‘কড়ি দিয়ে কিনলাম’ শীর্ষেন্দুর ‘পার্থিব’, ‘গেরিলা যুদ্ধ থেকে সম্মুখ সমরে’। আবেগের স্থান: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা যার মধ্যে আমার বাবাও রয়েছেন, বাংলাদেশের জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। লেখালেখির স্বীকৃতি: এক্সপার্ট রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা ২০১৬, দিগন্তধারা সাহিত্য পুরষ্কার ২০১৭, সাউন্ডবাংলা বই সম্মাননা ২০১৮, বঙ্গসভা পুরষ্কার ২০২৩।

সাইফুল ইসলাম চৌধুরী এর বই সমূহ

(Showing 1 to 11 of 11 items)

Recently Viewed