Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mahbub Alotmas books

follower

মাহবুব আলতমাস

মাহবুব আলতমাস বাংলাদেশের সাহিত্যাঙ্গনে এক অনন্য ও সৃজনশীল কণ্ঠস্বর, যিনি ইতিহাস, আত্মজৈবনিক অনুধ্যান এবং কবিতার ভুবনে নিজস্ব এক আলো ছড়িয়ে চলেছেন। তাঁর জন্ম ফেনী জেলার সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী সেনেরখীল গ্রামে। শিকড়ের টান, মাটির গন্ধ এবং সময়ের ইতিহাস তাঁর লেখায় প্রাণ পায় গভীর আন্তরিকতা ও মননশীলতায়। লেখক হিসেবে মাহবুব আলতমাস মূলত পরিচিত হয়েছেন মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণামূলক রচনার মাধ্যমে। তাঁর ‘মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস : ফেনী জেলা’ গ্রন্থটি মুক্তিযুদ্ধের প্রজন্মান্তরের সাথে সংযোগ গড়ার এক সময়-সেতু, যা ইতিহাসকে সহজ ভাষায় কিশোর পাঠকদের জন্য জীবন্ত করে তোলে। পাশাপাশি তিনি একাধারে একজন কবি, প্রাবন্ধিক ও স্মৃতিকথন লেখক, যার প্রমাণ তাঁর ‘জনকের প্রতিকৃতি ও আমার কবিতা’ এবং ‘অন্তরাল’ গ্রন্থদ্বয়। প্রথমটিতে তিনি জাতির পিতার ব্যক্তিত্ব এবং বাংলাদেশের ইতিহাসকে কবিতার কাঠামোয় অনুপমভাবে তুলে ধরেছেন, আর দ্বিতীয়টিতে ব্যক্তিগত উপলব্ধি ও নীরব বেদনার গোপন ভাষা মিলেছে গভীর সংবেদনশীলতায়। তাঁর আরও একটি উল্লেখযোগ্য গ্রন্থ ‘মলিবু’র স্বপ্নের ঠিকানা’, যেখানে স্বপ্ন, বাস্তবতা ও যাপনচিত্র মিলেমিশে এক স্নিগ্ধ জীবনদর্শন নির্মিত হয়েছে। সাহিত্যচর্চার পাশাপাশি সাংবাদিকতা ও গণমাধ্যমে সম্পৃক্ত থেকেও তিনি তাঁর লেখার স্বকীয়তা ধরে রেখেছেন। তিনি এক সময় সাপ্তাহিক ফেনী বার্তার উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা তাঁর প্রাজ্ঞতা ও জনমুখী দৃষ্টিভঙ্গির পরিচায়ক। মাহবুব আলতমাসের লেখায় মিশে আছে ফেনীর ইতিহাস, মানুষের সংগ্রাম, ব্যক্তিগত অন্তর্দহন এবং জাতিগত স্মৃতিচারণার অনুরণন। তিনি এমন একজন লেখক, যিনি শব্দ দিয়ে শুধু গল্প বলেন না—তাঁর লেখায় প্রতিধ্বনিত হয় সময়ের সাক্ষ্য, অনুভবের অভিধান এবং জনতার ইতিহাস।

মাহবুব আলতমাস এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed