Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mahmud Kamal books

followers

মাহমুদ কামাল

মাহমুদ কামাল—বাংলা সাহিত্যের একনিষ্ঠ সাধক, যিনি বহুমাত্রিক সাহিত্যচর্চা, বিশ্লেষণধর্মী প্রবন্ধ এবং নিরীক্ষাধর্মী সম্পাদনায় নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন বহু আগেই। জন্ম ২৩ অক্টোবর ১৯৫৭ সালে, টাঙ্গাইল জেলার আকুর টাকুর এলাকায়। পিতা মো. আব্দুস সালাম, মাতা দেলোয়ারা বেগম। স্ত্রী জাকিয়া সুলতানা কান্তা এবং তিন সন্তান—অরণি অংশুমতি, ঈষিকা অনন্যা ও ইয়াশ শ্রাবণ। বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগতভাবে শিক্ষকতা করছেন জিবিজি কলেজ, ঘাটাইলে বাংলা বিভাগে। একইসাথে তিনি সাধারণ গ্রন্থাগার, টাঙ্গাইল-এর সম্পাদক এবং বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমির সদস্য। মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও তিনি সক্রিয়; আজীবন সদস্য হিসেবে যুক্ত আছেন রেডক্রিসেন্ট সোসাইটি ও পরিবার পরিকল্পনা সমিতির সঙ্গে। একজন সক্রিয় লেখক ও অনুসন্ধানী মননচর্চাকারী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আছেন বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সাংবাদিকতায়, বিশেষত মানবজমিন ও সাপ্তাহিক পূর্বাকাশ-এ খণ্ডকালীন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। ✦ সাহিত্যকর্ম: কাব্যগ্রন্থ: তার কাব্যজগৎ এক বিস্তৃত ভুবন—যেখানে প্রেম, রাজনীতি, সমাজ ও জীবনচেতনার নানা স্তর ও সংবেদন গভীরভাবে প্রতিফলিত। প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য: পরকীয়া (৩য় প্রকাশ ১৯৯৭) কবিতার মতো কিছু কথা (১৯৮৭) শব্দেরা কখনো মানতে চায় না ছন্দাছন্দ (১৯৯০) স্বপ্নের রাজকন্যা, বিরাম চিহ্ন, দ্বিতীয় জীবন, বিকেলের সকল চড়ুই, মেঘেরা কোথায় যায়, ব্যাকুল শব্দেরা, মুহূর্তের কবিতা, বালক বয়সে, কাব্যসমগ্র, মুখোশের ভেতরে মুখোশ, বাকিটুকু অদ্ভুত আঁধার ইত্যাদি। গল্পগ্রন্থ ও উপন্যাস: গৃহপরিচারিকার গৃহভৃত্য (গল্প, ১৯৯১) স্বপ্নবৃত্তান্ত অথবা জীবনের লক্ষ্য (উপন্যাস, ২০০৭) প্রবন্ধগ্রন্থ: চলমান রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ (২০০৫) মুক্ত চিন্তার বিবিধ বিবেচনা (২০১৩) ভ্রমণসাহিত্য: দেশের বাড়ি পাশের বাড়ি (২০০৬) ✦ সম্পাদিত গ্রন্থ: তিনি বাংলা কবিতার দশকভিত্তিক মানচিত্র রচনার এক নিবেদিতপ্রাণ সম্পাদকের নাম। সম্পাদনা করেছেন— ষাটের দশকের কবিতা, সত্তর দশকের কবিতা, আশির দশকের কবিতা, শ্যামল সেনের কবিতা, টাঙ্গাইলের কবি ও কবিতা, টাঙ্গাইলের স্মরণীয় বারো মনীষী, কামাক্ষানাথ সেন স্মারকগ্রন্থ, বাংলা কবিতা উৎসব স্মারকগ্রন্থ (বিভিন্ন বছর), সব্যসাচী আবু কায়সার, টাঙ্গাইলের গল্পকার: নির্বাচিত গল্প, টাঙ্গাইলের নির্বাচিত ছড়া ইত্যাদি। ✦ সম্মাননা: সাহিত্যের প্রতি তার নিবেদিতপ্রাণ নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন— মানবিক চেতনা পরিষদ পদক (বগুড়া) লেখকচক্র স্বীকৃতি কবিতা বাংলা পুরস্কার রাইটার্স ফাউন্ডেশন পদক সৃষ্টি ফাউন্ডেশন পদক ভারতের গুণীজন সম্মাননা মহাদিগন্ত, রূপসী বাংলা, লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র, ত্রিবৃত্ত পুরস্কার সহ আরও বহু স্বীকৃতি। মাহমুদ কামাল সেই বিরলপ্রজ লেখকদের একজন, যিনি কেবল শব্দ নয়, সময়, সমাজ ও সংস্কৃতিকে নির্মাণ করতে চান শিল্পের সংবেদন দিয়ে। সাহিত্য-সম্পাদনা, শিক্ষকতা, চিন্তাচর্চা ও সম্পাদনার অভিন্ন স্রোতে তার উপস্থিতি একটি পরিণত কণ্ঠস্বর হয়ে উঠেছে বাংলাসাহিত্যের অবিচ্ছেদ্য ধারায়।

মাহমুদ কামাল এর বই সমূহ

(Showing 1 to 20 of 20 items)

Recently Viewed