Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Gourangadeb Chakravarty books

follower

গৌরাঙ্গদেব চক্রবর্ত্তী

গৌরাঙ্গদেব চক্রবর্ত্তী গৌরাঙ্গদেব চক্রবর্ত্তী, জন্ম নড়াইল জেলার অন্তর্গত রুন্দিয়া গ্রামে। পিতা স্বর্গীয় রসিক লাল চক্রবর্ত্তী, মাতা স্বর্গীয়া শৈলবালা দেবী। সহধর্মিণী অনিমা চক্রবর্তী। কবিতাকে পেশা হিসেবে গ্রহণ করেননি। স্বতঃস্ফূর্ত আনন্দ-রসধারা প্রবাহই তাঁর কবিতা রচনার উৎস। তবে পারিপার্শ্বিক চেতনাবোধও যে তাঁর চিন্তাধারাকে প্রভাবান্বিত করেনি তা বলা যায় না। ছোটবেলা থেকেই কবিতার প্রতি তাঁর প্রবল আকর্ষণ ছিল। তাই স্কুল জীবনে প্রতিযোগিতামূলক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা ও প্রবন্ধ লিখে জ্ঞানী-গুণীদের ভূয়সী প্রশংসা অর্জন করেন। তদানীন্তন পাকিস্তান আমলে কলেজ জীবনে ‘সবুজের ডাক’ নামক হস্তলিখিত পত্রিকার সম্পাদনা করেন। তা ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মুহম্মদ আয়ুব খানের ÔFriend not masterÕ নামক আত্মজীবনীমূলক গ্রন্থের সমালোচনা করে ছাত্র সংগঠনের পুরোধা হয়ে সহপাঠীদের নিয়ে ক্লাস বর্জন করেন। কারণ ঐ গ্রন্থই ছিল তৃতীয় বর্ষের তৃতীয় পর্বের রাষ্ট্রবিজ্ঞানের বাধ্যতামূলক পাঠ্য বিষয়। শুধু বাংলা কবিতা নয়। পাশাপাশি ইংরেজি কবিতা রচনার কথা উল্লেখ করলে বোধ হয় অত্যুক্তি হবে না। ইংরেজি কবিতা লেখার অনুপ্রেরণা যুগিয়েছিলেন শ্রদ্ধেয় প্রয়াত নকুল কর মহাশয়। কবি গৌরাঙ্গদেব চক্রবর্ত্তী ২৩ ফেব্রুয়ারি ২০১৪ সালে পরলোক গমন করেন। তার দুই ছেলে গৌতম বুদ্ধ চক্রবর্ত্তী ও প্রবীর চক্রবর্ত্তী (প্রিন্স ঠাকুর) এবং এক মেয়ে শিল্পী চক্রবর্ত্তী।

গৌরাঙ্গদেব চক্রবর্ত্তী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed