Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Galib Bin Mohammad books

followers

গালীব বিন মোহাম্মদ

গালীব বিন মোহাম্মদ নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন স্টোরিটেলার বা গল্পকার হিসেবে। মার্কেটিং, অর্থনীতি ইত্যাদি নিরস বিষয়গুলোও গল্পের মত পরিবেশন করেন পাঠকদের জন্য, যা তাঁকে কর্পোরেট জগতে এক অন্যরকম পরিচয়ে পরিচিত করে তুলেছে। তিনি ভালবাসেন প্রাচীন শহর আর প্রাচীন সভ্যতা ঘুরে বেড়াতে, নতুন পা-দেয়া শহরের ক্যাফেতে বসে ধোঁয়া-ওঠা কফির কাপে নিতান্তই অচেনা কারও সাথে গল্প জুড়ে দিতে । ভালবাসেন ইতিহাস জানতে, আর ইতিহাসের কবর খুঁড়ে ভুলে যাওয়া গল্পগুলোকে তুলে নিয়ে এসে নিজের মত করে তুলে ধরতে। প্রায় দুই যুগ ধরে মার্কেটিং এন্ড বিজসেন প্রফেশনাল হিসেবে কাজ করছেন কর্পোরেট জগতে - বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানী থেকে শুরু করে বিখ্যাত নানান দেশীয় প্রতিষ্ঠানের উচ্চপদে। কাজের ফাঁকে অনেকটা শখ থেকেই লেখালেখিটা শুরু। লিখেছেন 'ঠিক-বেঠিক মার্কেটিং' এর মত অত্যন্ত জনপ্রিয় মার্কেটিং কেসস্ট্যাডির বই, যেটি কর্পোরেট থেকে একাডেমিক উভয়মহলেই অত্যন্ত সমাদৃত হয়েছে। আবার লিখেছেন 'পথের গল্প'য়ের মত বই, কথক হিসেবে যেটি তাঁর পটুত্বের স্বাক্ষ্যর রাখে। বেড়াবার নেশায় কিংবা কাজের প্রয়োজনে প্রচুর দেশ-বিদেশ ঘুরে বেড়াতে হয় তাঁকে। তখন তাঁর ব্যাগে মোবাইল ফোনের চার্জারের সাথে আর কিছু থাকুক না থাকুক, সবসময়ই থাকে কিছু বই, তাঁর অবসরের ঘনিষ্ট সঙ্গী।

গালীব বিন মোহাম্মদ এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed