Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Nihar Bindu Biswas books

followers

নিহার বিন্দু বিশ্বাস

শিক্ষক, গবেষক, লেখক, কবি ও সাংবাদিক নিহার বিন্দু বিশ্বাস-এর জন্ম ০৪ অক্টোবর বরিশাল জেলার উজিরপুর উপজেলায়। পিতা- নিমাই চন্দ্র বিশ্বাস, মাতা- কুলোবালা বিশ্বাস। পড়াশোনা- বাংলাভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর, পিএইচডি গবেষক, জাবি, বিএড এমএড প্রথম শ্রেণি। পেশা- অধ্যাপনা। ছোটবেলা থেকেই কবির সংগীত ও লেখালেখির হাতেখড়ি। সাহিত্যের বিভিন্ন শাখায় দখল থাকলেও বর্তমানে কবিতা লেখায়ই মনোযোগী। কিশোরকাল থেকেই বিভিন্ন সেবা ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি লায়ন্স ক্লাব ইন্টা. এর একজন সম্মানিত লায়ন। বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার আজীবন সদস্য। পটুয়াখালী জেলা সমিতির আজীবন সদস্য। এছাড়া কয়েকটি শিক্ষা পরিবার ও দেশি-বিদেশি বেশ কয়েকটি সাহিত্য সংগঠনের সাথেও সম্পৃক্ত। সবসময় সদালাপী, হাস্যোজ্জ্বল, বিনয়ী। সাদা মনের মানুষ। সৃজনশীল লেখক। স্কুল কলেজ পর্যায়ে বহু গ্রন্থ প্রণেতা। শিক্ষকতা পেশায় রয়েছে সুনাম ও দক্ষতা। প্রকাশিত কাব্যগ্রন্থ- (১) প্রতীক্ষার বাসর, (২) সহজ, (৩) সেঁজুতি, (৪) জন্মশতবর্ষে শেখ মুজিব (যৌথ), (৫) বেদনার রং নীল (যৌথ)। প্রকাশের অপেক্ষায়- এশবিংশ শতকের নারী; প্রেক্ষাপট বাংলাদেশ। শিক্ষকতা ও লেখালেখির অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা-বিএসপিএস গোল্ড অ্যাওয়ার্ড, বিইউটিএফ স্টার অ্যাওয়ার্ড, শের-ই বাংলা এ কে ফজলুল হক সম্মাননা পদক, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কর্তৃক গুনিজন সম্মাননা পদক, টাইমসস্কুল অ্যান্ড কলেজ কর্তৃক সম্মাননা পদক, অপরাধ বিচিত্রা কর্তৃক স্মৃতি-স্মারক, ইউসিসি শিক্ষক সম্মাননা পদক। স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ পদক (২১)।

নিহার বিন্দু বিশ্বাস এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed