Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Lutfor Rahman Swadeshi books

follower

লুৎফর রহমান স্বদেশী

লুৎফর রহমান স্বদেশী জামালপুর জেলার সরিষাবাড়ী থানার ডোয়াইল ইউনিয়নে পঞ্চনন্দপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে ১৯৬৮ খ্রিস্টাব্দের ৪ মে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত হাবিবুর রহমান এবং মাতার নাম সোমলা বেওয়া। প্রাথমিক বিদ্যালয় পেরিয়ে চলে আসেন ধনবাড়ী, টাঙ্গাইল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অতিক্রম করে বিএ অধ্যয়নরত অবস্থায় কর্মজীবনে যোগদান করেন। বৈচিত্র্যময় জীবন চলার পথেই ধনবাড়ী উপশহরে নিজ বাসস্থানে স্থায়ীভাবে বসবাস করেন। তার দুই পুত্র শাকিল আল জেবিন ও স্বাধীন আল জোবায়ের এবং স্ত্রী নুরজাহান বেগম জোৎস্না। কিশোরবেলা থেকেই তিনি সাহিত্য, সংস্কৃতি ও সংগীত নিয়ে গবেষণা করতেন। গ্রাম্য নাট্যদলের স্বনামধন্য অভিনেতা এবং পরিচালক ছিলেন। বর্তমানে কমফিট কম্পোজিট নিট লি. গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইলে ওয়্যারহাউস বিভাগে ডাইস অ্যান্ড ক্যামিকেল স্টোরে কর্মরত। তার রচিত কবিতা, গান, নাটক, উপন্যাস, ছোটগল্প ও বাণী প্রকাশের অপেক্ষায় আছে। ছোটগল্প : মাতৃছায়া, নাটক রক্তে রঞ্জিত বাংলাদেশ, পাগলার প্রেম। নাটিকা : কর্ম খালি নাই, ঢাকাইয়া বাড়ীওয়ালা, সংসার সাগর তীরে, কাঁচের পুতুল। প্রবন্ধ : প্রথম পুরুষ মুন্তাজ। প্রথম নাটক মঞ্চস্থ হয় ‘রক্তে রঞ্জিত বাংলাদেশ’ হেমায়েতপুর হলিটাচ প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তন, সাভার, ঢাকা। অধ্যক্ষ মনির হোসেন সাহেবের পরিচালনায় সুনামের সঙ্গে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নাটকটি মঞ্চস্থ হয়।

লুৎফর রহমান স্বদেশী এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed