Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sowkaat Osman books

follower

সওকাত ওসমান

কবি সওকাত ওসমান সাতক্ষীরা জেলার শ্যামগর উপজেলার নূরগর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামে ১৯৬৪ সালের একুশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পিতা মুছা আলী কারিকর, মাতা - চিন্তামণি বিবি। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। সওকাত ওসমান বি.কম পাশ করে কৃষি ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকতা হিসাবে অবসর গ্রহণ করেন। তিনি একজন সমাজ সংস্কারক ও সংগঠক। তিনি স্থানীয় টাউনপাড়া মসজিদের প্রতিষ্ঠালগ্নের উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা এবং উক্ত মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেন। নূর নগর আহছানিয়া মিশনের সভাপতি পদে আসীন আছেন। সাহিত্যসংগঠক হিসাবে তার সুখ্যাতি রয়েছে। জ্ঞানের আলো প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে নূর নগর পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠায় তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। বর্তমানে তিনি লাইব্রেবির সভাপতির দায়িত্বও পালন করছেন। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শরজাল’ প্রকাশিত হয় অমর একুশে বইমেলা ২০২২-এ। সাহিত্যে অবদানের জন্য তিনি বিভিন্ন সংগঠন থেকে পেয়েছেন সম্মাননা। সাতক্ষীরা জেলার জননন্দিত পত্রিকা দৈনিক দৃষ্টিপাত কর্তৃক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন তিনি। বাঁধনহারা সাহিত্য সংগঠন থেকেও সম্মাননা পেয়েছেন। তিনি কবিতা, গল্প, গান ও প্রভৃতি বিষয়ে লিখে যাচ্ছেন সমাজের বিভিন্ন দৃটিকোণ থেকে। অনুপপত্তি গল্পগ্রন্থ তার দ্বিতীয় প্রকাশনা।

সওকাত ওসমান এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed