Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Monish Roy books

follower

মণীশ রায়

মণীশ রায় আশির দশকের গল্পকার। তাঁর জন্মদিন ১৯৬৪ সালের ১৪ এপ্রিল। জন্মশহর তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়া। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি ইংরেজি সাহিত্যে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করে বর্তমানে চাকরি করছেন একটি কোম্পানিতে।

গল্প লেখার হাতেখড়ি তাঁর স্কুল জীবন থেকে। জাতীয় পত্রিকায় প্রথম গল্প ছাপা হয় ইত্তেফাকের সাহিত্য পাতায়, আশির দশকের একেবারে গোড়ার দিকে। তারপর থেকে নিয়মিত লিখে চলেছেন বিভিন্ন পত্রপত্রিকা ও সাহিত্য-সাময়িকীগুলোয়।

নব্বই দশকে প্রথম গল্পগ্রন্থ ‘জীবন যখন শুকায়ে যায়’ মুক্তধারার প্রয়াত কর্ণধার চিত্তরঞ্জন সাহার সহযোগিতায় প্রকাশিত হয়।

‘অন্ত্যমিল’, ‘পোড়া লাশের গন্ধ’, ‘পরী ও অন্যান্য গল্প’, ‘মুক্তিযুদ্ধের গল্প’, ‘কাজলদিঘি’, ‘র‌্যাডক্লিফের লাটিম’, ‘জোড়াতালির গল্প’, ‘ফসিল ও ফসফরাস’ "করোনাকালের ছায়া" প্রভৃতি তাঁর লেখা গল্পগ্রন্থ। মণীশ রায় রচিত উল্লেখযোগ্য উপন্যাসের ভেতর রয়েছে- ‘শোভনা’, ‘একলা আকাশ’, ‘দুটি কুসুম’, ‘আজন্ম’, ‘তছনছিয়া’, ‘শরীরে সূর্যোদয়’ ও ‘ওকে গাইতে দাও’।

‘আচানক’ ও ‘অচিন গন্ধ’ শিরোনামে রয়েছে তাঁর দুটি কিশোর-উপন্যাস। ‘গল্পের রূপ-বৈচিত্র্য’ তাঁর একমাত্র প্রবন্ধ গ্রন্থ।

মণীশ রায় এর বই সমূহ

(Showing 1 to 20 of 20 items)

Recently Viewed