Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Zebunnesa Rina books

follower

জেবুননেসা রিনা

জেবুননেসা রিনা সাতক্ষীরার এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাবিবুর রহমান এবং মাতা ফজিলাতুননেসা। তার শিশুকাল কেটেছে তার নিজ জেলা সাতক্ষীরাতে। স্কুল জীবন থেকে অদ্যাবধি তিনি ঢাকাতেই বসবাস করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভকরেন। ছেলেবেলা থেকেই তার ভ্রমণ এবং খেলাধুলার প্রতি গভীর আকর্ষণ এবং তিনি ছাত্রজীবনে জাতীয় পর্যায়ের বিভিন্ন দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সাহিত্যের প্রতিও গভীর আকর্ষণ অনুভব করতেন। 'স্বপ্নচারী' উপন্যাসটি ভার তৃতীয় লেখা। এখানে তিনি চব্বিশের গণঅভ্যুথানের প্রেক্ষাপট এবং মানুষের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের দিকটি তুলে ধরার চেষ্টা করেছেন। এর আগে ২০২৩ এর গ্রন্থ মেলায় প্রকাশ পায় তার প্রথম উপন্যাস 'রিদিমা' এবং ২৯২৪ এর গ্রন্থ মেলায় প্রকাশ পায় তাঁর দ্বিতীয় উপন্যাস 'অধরা ফাগুন'। প্রথম লেখা রিদিমা উপন্যাসের জন্য তিনি কাব্যকলা সাহিতা পরিষদ কর্তৃক ২০২৩ সালের সেরা উপন্যাসিক হিসাবে পুরস্কৃত হন।

জেবুননেসা রিনা এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed