বই-বঞ্চিত মানুষকে পাঠের আনন্দ দিতে
বই ডোনেশন দিন
আপনার বুকশেলফে হয়তো অনেক বই অব্যবহৃত পড়ে আছে, কিন্তু সেই একই বই বদলে দিতে পারে কারও জীবন।কল্পনা করুন, কোনো প্রত্যন্ত গ্রামের একটি শিশু, যে কখনোই বইয়ের পাতা উল্টানোর সুযোগ পায়নি—আপনার দেওয়া একটি বইই হতে পারে তার প্রথম পাঠের হাতিয়ার, তার স্বপ্ন দেখার শুরু।
এজন্য রকমারি ডট কম নিয়ে এসেছে বই ডোনেশন। আপনার দেওয়া নতুন বা পুরাতন বইগুলো আমরা পৌঁছে দেব বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল জুড়ে—গ্রাম, চর, পাহাড়, প্রত্যন্ত এলাকা ও স্কুলে।
আসুন, আমরা সবাই মিলে "বইয়ে বইয়ে সয়লাব করি ৫৬ হাজার বর্গমাইল!"