খুব সহজ, ঝরঝরে বাংলায় অনূদিত এই বইটি যে কারো চিন্তার জগতে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করবে।
Read More
Was this review helpful to you?
By Sagar Mallick,
20 Apr 2020
Verified Purchase
" ভালবাসার চল্লিশ নিয়ম - এলিফ সাফাক "
সূত্র মেনে যদি অংক হয়, সাহিত্য হয় তবে ভালবাসা কেন নয়! অামি ভাই ভালবাসার কাঙ্গাল, তাই চটজলদি পড়ে নিলাম ভালবাসার চল্লিশ খানা নিয়ম। জীবনকে একটু রাঙাতে হবে তো ভাই! তো এখন চটজলদি জেনে নেওয়া যাক কি ছিল সেই চল্লিশখানা নিয়ম।
নিউটন, আইনস্টাইনের জ্বালায় বিজ্ঞান পড়া বাদ দিয়ে সাহিত্যে অাসলাম। ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে দেখি শেক্সপিয়ার, শেলীও নিয়ম কানুনে ভর্তি করে রেখেছে সাহিত্য দুনিয়া! ও মোর জ্বালা! কি করি, কি করি ভেবে ভেবে একটু ভালবাসার জগতে ঘুরতে এলাম। এইসব নিয়মকানুন না জানাতে সেখানেও ল্যাঙ খেলাম। তাই বাবা অার দেরি না করে পড়ে নিয়েছিলাম ভালবাসার চল্লিশ খানা নিয়ম। এখন ভালবাসার জগতে অামি সুখি মানুষ।
তাহলে অার দেরি না করে জেনে নি ভালবাসার চল্লিশ খানা নিয়ম কি কি? তার অাগে একটু বলে রাখি এলিফ সাফাক এই সব নিয়মের জনক। শামস তাবরিজ ও জালালউদ্দিন রুমির জীবন ও চিন্তা দর্শনের ফসল এই চল্লিশ খানা নিয়ম। সে তো অার কম কথা না, এত বড় দর্শন অার চিন্তার খোরাক মিটিয়ে লেখা এইসব নিয়ম কানুন। কি হতে পারে সেই সব নিয়ম কানুন? সেকি শুধুই প্রেয়সীকে ভালবাসার নিয়ম? না গো না ভাই! সৃষ্টিকর্তা, মা, মাটি, মানুষ সহ সকলকে ভালবাসার নিয়ম অাছে এখানে। অার সবার অাগে নিজেকে ভালবাসার এক অনবদ্য নিয়মের কথাও বলা অাছে এখানে।
তো মশাই পড়তে বসেছেন তো ভালবাসার চল্লিশ নিয়ম? কি গো বইখানা হাতে নিয়ে অাপনার চক্ষু ছানাবড়া? দূর্বদ্ধ শব্দ অার কি সব দর্শন শাস্ত্রের ছড়াছড়ি দেখে হতাশ হচ্ছেন।অার সেখানে কিনা অামি বলছি ভালবাসার নিয়ম! ক্যালকুলাস করতে গিয়ে যে বিরক্ত না হয়ে বড়ং ক্যালকুলাসের প্রেমে পড়েছে সেই তো জিপিএ প্লাস পেয়েছে। তো অাপনি ভালবাসার নিয়ম পাঠ করবেন অার একটু ভাবাবেগ হবে না তা কি করে হয়! কেও বিরক্ত হয়ে ফিরে যাবে, কেও বা সফল হয়ে প্রেমে পড়বে। তো, ভালবাসার নিয়ম পাঠে অাপনাকে স্বাগতম! নিজ দায়িত্বে পড়ে নিন "দ্যা ফোরটি রুলস অব লাভ" অার জেনে নিন কি ছিল সেই চল্লিশ খানা নিয়ম।
শামস তাবরিজি ও জালালউদ্দিন রুমির জীবন ও চিন্তা দর্শন অবলম্বনে একচল্লিশটি ভাষায় অনূদিত তুর্কি কথাশিল্পী এলিফ সাফাক এর বিখ্যাত উপন্যাস দ্য ফোরটি রুলস অব লাভ। কিন্তু অনুবাদক সারওয়ার সাহেব যদি অারেকটু তৎসংশ্লিষ্ট সাহিত্য পাঠ করে অনুবাদ খানি করতেন তাহলে বইখানা অারো বেশি সুখ পাঠ্য হতে পারতো।
বইঃ দ্যা ফোরটি রুলস অব লাভ মূলঃ এলিফ সাফাক রূপান্তরঃ সারওয়ার চৌধুরী মূল্যঃ তিনশত টাকা প্রকাশনীঃ চৈতন্য প্রকাশনী
বইটি কবে পাবো??Questioned by shi****comon 21 Mar, 2024
A:
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
Answered by Sadman Ahmed Shoyieb Iftyon 21 Mar, 2024