১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৪০ কর্মদিবস সময় লেগে যেতে পারে।
‘মার্কসীয় নন্দনতত্ত্ব' বলে আদৌ কিছু হতে পারে কিনা এই নিয়ে এককালে অনেক তর্কাতর্কি হয়ে গেছে। ইমানুএল কান্ট বা গেওর্গ হেগেল-এর মতাে কার্ল মার্কস কি আদৌ আলাদা একটি দর্শনপ্রণালী খাড়া করতে চেয়েছিলেন ? এর উত্তর যদি হ্যা হয়, তাহলে প্রশ্ন উঠবে: নন্দনতত্ত্ব বিষয়ে মার্কস-এর মতামত কোথায় একসঙ্গে পাওয়া যাবে ? অবশ্যই এই প্রশ্নর একটিই উত্তর হতে পারে: না, তেমন কোনাে বই মার্কস লেখেন নি। আর, মার্কস কোনাে দর্শনপ্রণালী খাড়া করতে চেয়েছিলেন কিনা এই প্রশ্নর উত্তর যদি না হয়, তাহলে অনিবার্যভাবে প্রশ্ন উঠবে : তবে আর মার্কসীয় নন্দনতত্ত্ব নিয়ে মাথা ঘামিয়ে কী হবে ? প্রথম যৌবনে অর্থনীতির পাশাপাশি দর্শন নিয়েও মার্কস অবশ্য খানিক সন্ধান চালিয়েছিলেন। পরবর্তী জীবনে আন্তর্জাতিক শ্রমজীবী সঙ্ ‘প্রথম আন্তর্জাতিক) প্রতিষ্ঠার পর থেকে তাঁর প্রায় সমস্ত রচনাই অর্থনীতি-কেন্দ্রিক। তবে তারই মধ্যে এখানে-ওখানে, বিশেষ করে চিঠিপত্রে ছড়িয়ে আছে শিল্প-সাহিত্য সম্পর্কে তাঁর ভাবনার নানা নিদর্শন। প্রসঙ্গ থেকে সেগুলিকে আলাদা করে এনে এমন বেশ কয়েকটি ছােটো-বড় উদ্ধৃতিসংগ্রহ সঙ্কলন করা হয়েছে। কিন্তু সকলে নিশ্চয়ই একমত হবেন : সেগুলির মধ্যে পথের নিশানা থাকলেও, পথের সুস্পষ্ট মানচিত্র নেই। বােধহয় সেই কারণেই উনিশ শতকের শেষ ও বিশ শতকের গােড়ার মাকর্সবাদী তাত্ত্বিকরা আলাদা করে কোনাে মার্কসীয় নন্দনতত্ত্ব গড়ে তুলতে চান নি। অন্যদিকে তাঁদের এই ধারণার উলটো রাস্তায় হেঁটেছিলেন গেওর্গ লুকাচ প্রমুখ হাতে-গােনা কয়েকজন দর্শনবিদ ও সাহিত্য-সমালােচক। নিজের নাটক ও তার প্রযােজনার সূত্রে বেল্ট ব্রেন্ট তেমনি পত্তন করেছিলেন নিজস্ব এক নন্দনতত্ত্বর। এঁদের কাজ থেকেও বােঝা যায় : মার্কসীয় নন্দনতত্ত্বর একটি স্বকীয় পরিমার্গ (অ্যাপ্রােচ) আছে ; তার খেই ধরে অনেক দূর এগনাে যায়। গত পঞ্চাশ বছরে ‘সাহিত্যতত্ত্ব' নামে একটি বিষয়ের ব্যাপক চর্চা হয়েছে। আধুনিক ও আধুনিকোত্তর মতবাদগুলির সঙ্গে সঙ্গে ফ্রয়েডীয় ও মার্কসীয় সাহিত্যতত্ত্বও তার আওতায় পড়েছে। সেই প্রসঙ্গে কেউ কেউ (যেমন, ফোক্কেমা ও কুনেই) একবচনের বদলে বহুবচনে ‘মার্কসবাদী সাহিত্যতত্ত্বাবলি' নামটি ব্যবহার করেছেন। সেটি একেবারে অকারণে নয়। ইতিহাসের বিভিন্ন পর্ব ও শিল্পকৃতির মূল্যায়নে সব মাকর্সবাদী সমালােচক একমত হন নি। শুধু সাহিত্যতত্ত্ব নয়, গােটা নন্দনতত্ত্বর ক্ষেত্রেও মতভেদ থাকা তাই খুবই স্বাভাবিক।