১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
ফ্ল্যাপে লিখা কথা একাত্তুরের মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। ৩০ লক্ষ বাঙালির রক্ত আর ২ লক্ষ মা’বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এ ঘটনা নিয়ে লেখা হচ্ছে অনেক গল্প, সাহিত্য, প্রবন্ধ-ইতিহাস। কিন্তু এর বাইরেও রয়েছে মানুষের অভিজ্ঞতার অপ্রকাশিত বয়ান। লেখক হাফিজুর রহমানের মুক্তিযুদ্ধের অণুগল্প গল্পগ্রন্থটি সেরকমই বয়ান।
মোট ৮টি অনবদ্য গল্প এই গ্রন্থে স্থান পেয়েছে। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধোত্তর পরবর্তী সময় এ গল্পের পটভূমি। বাংলার পরিবারগুলি কিভঅবে ক্ষতিগ্রন্থ হয়েছে, বীরাঙ্গনারা কিভাবে আজও সমাজের কাছে অসম্মানিত সেই কাহিনীই বলা হয়েছে নানা ঘটনায়, নানাভাবে। লেখকের কলমে উঠে এসেছে হতভাগিনী নারীদের নানা কাহিনী, কখনও স্বর্ণালী, কখনও রাজিয়া, কখনও রোমেচা। কখনও মঞ্জে, অভিনয়ের মধ্যেই এক বীরাঙ্গনার কান্না স্পর্শ করে দর্শকের মন। এই সব ঘটনাপ্রবাহ আবর্তিত যুদ্ধকে ঘিরে। বীরাঙ্গনাদের কাহিনী আজও কুয়াশায় ঘেরা। যে কথা জানা হয়নি, লজ্জার ও অবহেলার আবরণে ঢাকা পড়ে গেছে, তাই বর্ণিত হয়েছে অত্যন্ত সরল ও খোলামেলা ভাষায়। ভাষাটি অন্তর্জালের। এটাই লেখার শক্তি।
রবীন্দ্রনাথের ভাষায় একটা লড়াই বিশেষ। লড়াই আছে লেখকের জীবনব্যাপী লেখক নিজে একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান। যুদ্ধের যাবতীয় সঙ্কটকে অনুভব করেছেন আত্মীকভাবেই। স্বভাবেই নারী জীবনের চরম অসম্মানগুলি তিনি হৃদয় দিয়ে অনুভব করেছেন ও এত আন্তরিক ও খোলামেলা উচ্চারণ করতে পেরেছেন। যুদ্ধপরবর্তী দিনগুলোতে বীরা্ঙ্গনারা কোথায় হারালেন?
লেখকের বর্ণনায় যাত্রার মঞ্চে, বাড়ির পরিচারিকার বেশে, আবার একজন মুক্তিযোদ্ধার বাসরঘরে এদের দেখা গেছে। বাকি ক্ষেত্রে জুটেছে আরও লাঞ্ছনা, অপমান। যার ফলে মৃত্যু হয়েছে কতজনের। ভেঙ্গে গেছে সুখস্বপ্ন। প্রতিটি গল্পই রচিত সমাজের নিচুতলার নিম্নবিত্ত মানুষকে নিয়ে। এ মানুষগুলো আমি, আপনি অথবা সবাই। ফলে মুক্তিযুদ্ধটি শেষ হয় না- নতুন করে শুরু হয় প্রতিদিনই। সেই অসমাপ্ত যুদ্ধের সৈনিক হিসেবে আমাদেরকে দাঁড় করায় এই গল্পপাঠ।