ড.কাজী খলীকুজ্জমান আহমদ প্রখ্যাত অর্থনীতিবিদ,সমাজচিন্তক ও পরিবেশ বিশেষজ্ঞ। তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনোমিকস ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর চেয়ারম্যান।তিনি সর্বোচ্চ জাতীয় সন্মাননা 'স্বাধীনতা পুরস্কার','একুশে পদক' এবং পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে অতি গুরুত্বপূর্ণ অবদানের জন্য 'জাতীয় পরিবেশ পদক' এ ভূষিত হয়েছেন।
-কাহিনী সংক্ষেপঃ বইটিতে মূলত ১৬ ই ডিসেম্বর ২০০৮ থেকে ২৯ শে জুন ২০১৭ পর্যন্ত লেখা ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মোট ৫০ টি প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রবন্ধগুলো সাজানোর ক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত অর্থাৎ ২৯ শে জুন ২০১৭ সাল থেকে ক্রমান্বয়ে পূর্বের লেখাগুলোর দিকে গিয়েছে।
বইটিতে যেহুতু দীর্ঘ দশ বছর সময়কালের প্রথম সারির পত্রিকায় প্রকাশিত কলামগুলো সম্মিলিত করা হয়েছে,সুতরাং বলার অপেক্ষা রাখে না যে;কত কত গুরুত্বপূর্ণ টপিকস,সমস্যার প্রকৃতরূপ এতে উঠে এসেছে।সেই সঙ্গে লেখক এর সমাধান দেয়ারও চেস্টা করেছেন।
আমাদের সকলেরই নানান বিষয়ের উপরে আগ্রহ থাকে,কিংবা আমরা এক একজন এক এক বিষয়ে জানতে চাই।নির্দিষ্ট কোনে সমস্যার সমাধান খুঁজি আমরা।তো,এই বইটিতে সামগ্রিকভাবে প্রায় প্রতিটি সেক্টরেরই বিষয়াদি নিয়ে আলোকপাত করা হয়েছে।যাতে বলা চলে,পাঠক এই পঞ্চাশটি প্রবন্ধের মাঝে তার নিজের প্রয়েজনমাফিক কোনো না কোনো প্রবন্ধ অবশ্যই পেয়ে যাবেন।
এখানে যেমন জলবায়ু চুক্তি নিয়ে কলাম রয়েছে তেমনি বাজেট,জঙ্গিবাদ, পদ্মা সেতুু,মুক্তিযুদ্ধের চেতনা,টেকসই উন্নয়ন,তরুণ প্রজন্ম, দারিদ্র্য, জলবায়ু সম্মেলন ও বাংলাদেশ,কর্মসংস্থান, বৈষম্য ইত্যাদি বিষয় নিয়ে কলাম স্থান পেয়েছে বইটিতে।
-পাঠ প্রতিক্রিয়াঃ একজন সচেতন নাগরিক হিসেবে দেশের চলমান হালচাল,কিংবা এর ইতিহাস সম্পর্কে জানা প্রয়োজন। আর, কলামগুলো সাধারণত লেখা হয়ে থাকে চলমান কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে কিংবা সমগুরুত্বপূর্ণ কোনো বিষয়কে উপজীব্য করে।
বলা যায়,বিভিন্ন সমস্যা সমাধানে কিংবা এর মূল হেতু জানতে ড.খলীকুজ্জমান আহমদ এর মতো একজন বিজ্ঞ ব্যক্তির প্রবন্ধ পাঠ কিছুটা হলেও পাঠককে ধারণা পেতে সহায়তা করবে।