শয়তানদের কুমন্ত্রণা, মানুষের অজ্ঞতা আর নানামুখী শত্রুর চক্রান্তে ধর্মপ্রাণ মুসলিমদের এই দেশ শিরক, বিদ'আত আর কুফুরীর আস্তাবলে পরিণত হয়েছে। এখানে অবাধে চলছে পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, খাজা বাবা, দয়াল বাবা, মাইজভান্ডারী বাবা, চট ও জটধারী ফকির, উলঙ্গ ফকির, গউস কতুবদের পূজা আর তাগুতের পালন।
কুফুরী মতবাদ, কুরআন বিরোধী আইন আর শিকে আচ্ছন্ন হয়ে আছে গোটা বাংলাদেশ। এগুলোর পাশাপাশি রয়েছে বিদ'আত নামক এক বিষবৃক্ষ; যার গভীর শিকড় উপড়ে ফেলে বেরিয়ে আসতে পারছেনা স্বয়ং আলিম সমাজও।
এজন্য আজ অপরিহার্য হয়ে পড়েছে একটি তাওহীদী মহাবিপ্লব। এ বিপ্লবের প্রাণশক্তি হবে পবিত্র কুরআন আর সুন্নাহর অনুসরণ। তাহলেই পাওয়া যাবে তাওহীদ দীপ্ত আকীদার মহাশক্তি যা সকল শিরকী, বিদ'আতী, আল্লাহদ্রোহী আর তাগুতী শক্তিকে নিমূর্ল করে দিতে পারে। আমরা সেদিনের প্রতীক্ষায় যেদিন তাওহীদের উজ্জ্বল আলো এদেশ থেকে বিদূরিত করবে শিকের নিকষ কালো আঁধার। আর এদেশের মাটিতে তাওহীদের পতাকা পতপত করে উড়তে থাকবে।
সত্যিকারার্থে, বইটি পড়ে সরলপ্রাণ মুস্লিম কুরআন ও সহীহ হাদীসের আলোকে সহজবোধ্য সমাধান খুঁজে পাবেন এবং শিরক ও বিদ'আতের কবল থেকে নিজেদেরকে ও জাতিকে রক্ষা করতে পারবেন বলে ইনশাআল্লাহ আমরা দৃঢ় প্রত্যয়ী। 'দীন ইসলামের জানা-অজানা' নামে ইতিপূর্বে ড. ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব একটি গ্রন্থ সংকলন করেছেন। সেটিকেই মুফতি কাজী মুহাম্মাদ ইবরাহীম সাহেব বলিষ্ঠভাবে উপস্থাপন ও সম্পাদনা করে জ্ঞান পিপাসুদের চাহিদা পূরণের উদ্যোগ নিয়েছেন। এ গ্রন্থের প্রুফ দেখা ও সর্বোচ্চ মানোন্নয়নে সার্বিক সহযোগিতা করে বিশেষ অবদান রেখেছেন গবেষণারত গোলাম মাহমুদ। আমরা তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তা'আলা তাকে উত্তম বিনিময় দান করুন। আশা করি, পাঠক মহলের জ্ঞান পিপাসা নিবারণে বইটি সহায়ক হবে ইনশাআল্লাহ।