পবিত্র কুরআন কারীমে আল্লাহ তা’আলা মুমিনদেরকে দরূদ পাঠের নির্দেশ প্রদান করেছেন। দরূদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি দরূদ পাঠের উপকারিতা ও ফযীলত অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি দরূদ পাঠ করলে আমাদের জন্য আছে অনেক রহমত। আমরা সবাই আল্লাহর দয়া ও রহমত চাই। কিন্তু সেই দয়া ও রহমত লাভের সহজ পথ খুঁজে পাই না। দরূদ পাঠের মাধ্যমে সেই দয়া ও রহমত লাভের সহজ ও সুন্দর সুযোগ আছে আমাদের।
তাই দরূদ শরীফ সম্পর্কে কুরআন ও সুন্নাহের সঠিক ও বিশুদ্ধ দিকনির্দেশ জানা থাকা খুবই জরুরি। আমাদের দেশে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরূদ পাঠের বিভিন্ন শব্দ পাওয়া যায় যার অধিকাংশই বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত বা স্বীকৃত কোনো দরূদ নয়। এগুলোর অধিকাংশই মনগড়া, বানানো বা জাল হাদীসের ভিত্তিতে আমাদের কাছে পৌঁছেছে। সুতরাং বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত দরূদের অনুসরণ করতে হবে।
বিভিন্ন সহীহ ও হাসান হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরূদ ও সালাম পাঠের সুন্নাত শব্দসমূহ কি হবে তা উল্লেখ করা হয়েছে, দরূদ ও সালাম পাঠের বিভিন্ন প্রকার ফযীলত ও পুরস্কারের কথা বর্ণনা করা হয়েছে, দরূদ, সালাম আদায়ে অবহেলা ও না পড়ার পরিণতির কথা বলা হয়েছে।
দরূদ বিষয়ক এই বইটিতে দরূদ ও সালাম প্রদানের গুরুত্ব ও পাঠের প্রয়োজনীয়তা, দরূদ ও সালামের মাসনূন শব্দ তথা সহীহ সনদে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত বিভিন্ন শব্দে বর্ণিত দরূদে ইব্রাহীমীগুলো আরবী, বাংলা উচ্চারণ ও অর্থসহ বর্ণনা করা হয়েছে। দরূদের এই বইটিতে নামাযের বাইরে দরূদ হিসেবে পড়ার জন্য ছোট ছোট আটটি সহীহ দরূদ সংগ্রহ করে তা সনদসহ বর্ণনা করা হয়েছে। এর পর, দরূদ ও সালাম বিষয়ক চল্লিশটি সহীহ ও হাসান হাদীস বর্ণনা করা হয়েছে। এছাড়া দরূদ বিষয়ক এই বইটিতে দরূদ পাঠের সুন্নাত সময়সমূহ, দরূদ ও সালামের সুন্নাত পদ্ধতিসমূহ ও খিলাফে সুন্নাত, দরূদ লেখার আদব ও দরূদ বিষয়ক কয়েকটি মাসআলা কুরআন ও হাদীসের আলোকে বর্ণনা করা হয়েছে।