১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
"ইন দ্য প্রেসিডেন্ট’স সিক্রেট সার্ভিস" বইয়ের পেছনের কভারে লেখা আছে:
ভূমিকা ইন দ্য প্রেসিডেন্টস সিক্রেট সার্ভিস, বইটি আকাশ প্রকাশনীর সত্তাধিকারী লােটন ভাই (আলমগীর শিকদার লােটন) গত বছর আমাকে অনুবাদ করার জন্য দিয়েছিলেন। ক্লিন্ট ইস্টউড অভিনীত ইন দ্য লাইন অব ফায়ার ছবিটি দেখার পরে আমি সিক্রেট সার্ভিস সম্পর্কে বেশ কৌতূহলি হয়ে উঠি। এ বিষয়ে নানান আর্টিকেল আমি পড়েছি। তবে আস্ত একখানা গ্রন্থ পাঠ এই প্রথম!
যারা গােয়েন্দা টাইপ বই পড়তে পছন্দ করেন তাদের বেশ ভাল লাগবে বইটি। সিক্রেট সার্ভিস সম্পর্কে প্রচুর তথ্য রয়েছে বইটিতে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টদের ব্যাপারে যাদেরকে প্রটেকশন দিয়ে থাকেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। কিছু তথ্য রীতিমতাে বিস্ময়কর যা পড়লে হাঁ হয়ে যাবেন পাঠক। জানতে পারবেন শুধু প্রেসিডেন্ট নন, তাঁদের স্ত্রী সন্তানদেরও অনেকে নিতান্তই ধােয়া তুলসীপাতা ছিলেন না। তাঁরা সিক্রেট সার্ভিস এজেন্টদের সঙ্গে যেরকম আচরণ করতেন, সত্যি দুঃখজনক।
বইটির যিনি লেখক, রােনাল্ড কেসলার, পেশায় সাংবাদিক। ফলে প্রতিটি ঘটনা জানতে তিনি বহু সাবেক এজেন্টের স্মরণাপন্ন হয়েছেন, তাঁদের সাক্ষাৎকার নিয়েছেন। এবং অসংখ্য ঘটনা তাঁদের ভাষ্যে তুলে ধরেছেন। তবে সাংবাদিকরা সাধারণত প্রবন্ধ আকারে লেখাগুলাে তৈরি করেন বলে একটা একঘেয়ে ব্যাপার চলে আসে। এবং ছােট্ট একটি ঘটনা যখন ঘুরিয়ে পেঁচিয়ে উপস্থাপন করা হয় তখন পাঠকদের মনে বিরক্তির সৃষ্টি হতে পারে। বইটি অনুবাদ করতে গিয়ে এ প্রতিবন্ধকতার মুখােমুখি হয়েছি আমি বহুবার। তাই চেষ্টা করেছি দীর্ঘ, বিরক্তিকর কিছু বিষয়কে সংক্ষেপে এবং সরসভাবে উপস্থাপন করতে। বইটি পাঠকপ্রিয়তা পেলে ভবিষ্যতে কেসলার সাহেবের আরও কিছু বেস্ট সেলার বই অনুবাদের ইচ্ছে রয়েছে।