"রোহিঙ্গা" বর্তমান বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠীর একটি। প্রাণের ভয়ে সকল বাধা বিপত্তি, প্রতিকূলতা অতিক্রম করে আজ তারা বাংলাদেশে শরণার্থী।
এই বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের ইতিহাস থেকে শুরু করে বর্তমান অবস্থা, সংকট থেকে উত্তরণে করণীয় এবং আগাম ভবিষ্যতে এই বিষয় নিয়ে কি হতে পারে তা নিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব "হোসেন আব্দুল মান্নান" স্যারের লেখা বই "রোহিঙ্গা রাষ্ট্র সন্ধানী জাতি"।
এই বইয়ের আলোচিত বিষয়গুলো হলোঃ
-রোহিঙ্গাদের উৎস ও ইতিহাস
-আরাকান সাম্রাজ্যের গোড়াপত্তন
-বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা সম্পর্কের পটভূমি
-২০০ বছরেরও বেশি আগে কাদের ভুলে রোহিঙ্গারা মিয়ানমারে নিপীড়িত
-২০১৭ সালে মিয়ানমারের অপারেশন ক্লিয়ারেন্স এর ঘটনা থেকে শুরু করে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ সরকারের উদ্যোগ ও ভূমিকা
- আন্তর্জাতিক মহলের ভূমিকা
- দেশি ও বিদেশী সংস্থার ভূমিকা
- ১২৮টি দেশি, বিদেশী এনজিও এর তালিকা যারা প্রতিনিয়ত রোহিঙ্গাদের খুঁটিনাটি বিষয়ে সহায়তা করে আসছে
- ত্রাণ-সামগ্রী বিতরণ, যেমন খাদ্য, পণ্য এবং আর্থিক খাতে বিদেশি সমন্বয়ক এবং বহর্বিশ্বের সহায়তা
- চীন, রাশিয়া, ভারত রোহিঙ্গা বিষয়ে নিরব ভূমিকা পালন করার কারণ
- রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘের ভূমিকা এবং তা কতটুকুই বা প্রভাব ফেলতে পারে
এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
আন্তর্জাতিক মহল থেকে যত সহায়তা আসুক না কেন, তা পারতপক্ষে স্থানীয় পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে এবং এই সংকট থেকে উত্তরণের বিষয়ে করণীয় কি কি হতে পারে তা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন।