বৃহৎ বন। সেই বনে বাস করত অহংকারী দাম্ভিক সিংহ। বনে অসংখ্য প্রাণী বাস করত। তারা হলো ইঁদুর, বিড়াল, ব্যাঙ, শিয়াল, হরিণ, খরগোশ, বাঁদর, কাঠবিড়ালি, হাতি, কচ্ছপ, দোয়েল, ময়না, টিয়া, চিল, শকুন, ময়ূর, কোকিল ইত্যাদি। সিংহ একটা গুহায় বাস করত। সেই গুহার আশপাশ দিয়ে ইঁদুরের বড় বড় গর্ত ছিল। সেখানে অনেক ইঁদুর পরিবার নিয়ে বসবাস করত। সিংহ রাতে যখন ঘুমিয়ে পড়ত তখন ইঁদুররা সবাই মিটিং করত; কীভাবে দাম্ভিক, অহংকারী সিংহের অহংকার ভাঙা যায়। দলের মধ্যে এক ইঁদুর বলল, দলনেতা ভাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কী বুদ্ধি, ঝটপট বলে ফেল। সিংহ যখন গভীর ঘুমে নিমজ্জিত থাকবে তখন আমরা চুপি চুপি গিয়ে ওর সুন্দর লম্বা লম্বা কেশর কেটে দেব। এতে ওর সৌন্দর্য ক্ষুণ্ন হবে; এতে ওর দম্ভ অহংকার কিছুটা কমবে। সবাই বলল, ঠিক আছে। গভীর রাতে যখন সিংহ গভীর ঘুমে নিমজ্জিত তখন দুষ্টু ইঁদুররা সবাই মিলে সিংহের কেশর কেটে দিল। সকালে ঘুম থেকে উঠে কেশর কাটা দেখে সিংহ রেগে আগুন। সিংহ বনের সব পশুদের ডেকে মিটিং বসাল। সিংহ বলল, এই বনে আমার রাজ্যে থেকে কার এত বড় সাহস আমার কেশর কেটে দিল। কী হলো, তোমরা সবাই চুপ কেন বলো? সবাই বলল, হু...জুর আমরা না দেখে কী করে বলব! সিংহ বলল, তবে আমার মনে হয় এটা ইঁদুরের কাজ; ওর ছোট ছোট দাঁত দিয়ে আমার কেশর কেটে দিয়েছে। ওই আমার গুহার পাশে বসবাস করে। সিংহ বলল, ইঁদুর সত্যি করে বল এ তোর কাজ? ইঁদুর বলল, তা কেন হবে হু...জুর, আমরা অতি ক্ষুদ্র প্রাণী, আপনার মতো বড় প্রাণীর ধারে-কাছে যাওয়ার সাহস আছে আমাদের! তার ওপর আপনি আমাদের বনের রাজা। ঠিক আছে আজ রাতেই প্রমাণ হবে কে আমার কেশর কেটে দিয়ে যায়। বিড়াল মনে মনে বলল, এই সেরেছে, এই কাজের গুরুদায়িত্ব তো এখন মনে হচ্ছে রাজা মহাশয় আমার ওপর চাপাবে; মানে মানে কেটে পড়ি। বিড়াল চুপ করে কেটে পড়ল। শিয়াল বলল, হু...জুর, এই কাজ একমাত্র বিড়াল পারবে; কারণ ইঁদুর আর বিড়ালের সম্পর্ক আদায় কাঁচকলায়। সিংহ বলল, কই বিড়াল?
কবি ও গল্পকার আবুল বাশার বাচ্চু ১৯৭৩ সালে ২৪ জানুয়ারি ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলায় চরসুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন । পিতা মরহুম মো. জহির উদ্দিন মোল্লা, মাতা মনোয়ারা বেগম । কবি আবুল বাশার বাচ্চুর শৈশব কেটেছে সুলতানপুর গ্রামে। পরবর্তিতে তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নুরপুর গ্রামে বসবাস করেন এবং ভাঙ্গা সরকারি কে এম বিশ্ববিদ্যালয় কলেজে পড়ালেখা করেছেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরের একজন কর্মচারী। কর্মজীবনে তিনি দীর্ঘদিন উপজেলা, জেলা ও মন্ত্রণালয়ে মন্ত্রী ও উচ্চ পদস্থ বিজ্ঞ সরকারি কর্মকর্তাদের সাথে চাকরি করেছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের সকল শ্রেণির মানুষের সাথে মিশেছেন। জীবনের বিচিত্র অভিজ্ঞতা ও সমাজ দর্শনের দৃষ্টিভঙ্গি তার লেখার বড় প্রেরণা । কবির একক দুটি কাব্যগ্রন্থ- আবার যদি আসতে মুজিব, ও মন ছুটে যায় গাঁয়ে ২০২০ সালে প্রকাশিত হয়েছে। এছাড়া তার যৌথ কবিতার সাতটি বই প্রকাশিত হয়েছে । তার লেখা কবিতা জাতীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন স্মরণিকায় প্রকাশিত হয়েছে। বাংলার লোককাহিনি ও রূপকথা-ভিত্তিক বই ‘বার ভূতের কাণ্ড’ । বইটি শিশু-কিশোরদের জন্য সুখপাঠ্য ও আনন্দদায়ক হবে—এটাই প্রত্যাশা ।