আলহাজ্ব মোহাম্মদ হোসাইন আলী ধর্মীয় চেতনা,শিক্ষানুরাগ ও মানবিক আদর্শের দিক থেকে একজন অনন্য সাধারণ ব্যক্তি। তার জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৩০ সালে কিশোরগঞ্জ জেলার মিঠামাইন থানায়।জীবনভর শিক্ষা বিস্তার বিশেষ করে নারী শিক্ষার প্রসার ও বাস্তবায়নে এবং সংগঠন পরিচালনা ও সমাজসেবায় তার ঐকান্তিক প্রচেষ্টা তাকে গৌরবান্বিত করেছে।
-কাহিনী সংক্ষেপঃ বইটির নাম দেখেই হয়ত পাঠকমাত্রই বুঝে নিজে পারবেন যে,বইটিতে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে তা বোঝার কথা।'অমৃতবাণী' শব্দটি দুটো শব্দের মিলিত রূপ।অমৃত দ্বারা 'অমরত্ব' বোঝানো হয়ে থাকে এবং বাণী দ্বারা 'কথা বা উক্তি' বোঝানো হয়েছে। বইটি মোটাদাগে তিনভাগে ভাগ করা হয়েছে।তিন ধর্মের প্রধান গ্রন্থ নিয়ে আলচনা করা হয়েছে।
-ইসলাম ধর্ম
-খ্রিষ্টান ধর্ম এবং
-হিন্দু ধর্ম
এই ধর্মের গুরুত্বপূর্ণ বাণীসমূহ পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে এখানে। তাছাড়াও,বিভিন্ন দার্শনিক,মনীষী,সাহিত্যক,চিন্তাবিদ,রবীন্দ্রনাথ এদের মূল্যবান বাণীসমূহও তুলে ধরা হয়েছে।হয়রত সোলায়মান (আঃ)থেকে শুরু করে ইসলামের বড় বড় সাহাবী,মনিষী, শেখ সাদী,ওমর খৈয়াম,জালাল উদ্দীন রুমী,আবুল ফজল,জসীমউদ্দিন তাদের কথা আলা হয়েছে। এছাড়াও,প্লেটো,এরিষ্টটল,ডেমোক্রিটাস,সিসেরো,বেকন,মেকিয়াভেলী'র জগৎবিখ্যাত বাণীসমূহের সম্মিলন ঘটেছে বইটিতে।
-পাঠ প্রতিক্রিয়াঃ বইটি পড়বার সময় বারংবার মনে হবে,আরে এই কথাটা তো আমিও চিন্তা করছি।এককথায় জীবনের প্রতিটি পরতে পরতে চলতে হবার প্রতিটি ধাপ ওৎরাবার পদ্ধতি বলি বা সহায়ক বাণী বলি না কেন,তারই সম্মিলন ঘটেছে বইটিতে।
-প্রিয় উক্তিঃ ধর্মীয় উক্তিগুলো অবশ্যই সকলের জন্য ভালোলাগার।
তাছাড়া...
°বন্ধুত্বের মধ্যে সন্দেহ বিষতুল্য-পীথাগোরাস।
°যত বেশি করে খাবার খাবে তত বেশি ওষুধের প্রয়োজন হবে-বেকন।
°বিপদ যত শীঘ্র আসে তত শীঘ্র যায় না-স্কট।
°অসুস্থ লোকের চিন্তা-ভাবনাও অসুস্থ থাকে-বেন জনসন।
°সুখ যত স্থায়ী হয় তত কমে,দুঃখ যত থাকে তত বাড়ে- রামেন্দ্র সুন্দর ত্রিবেদী।
এগুলে বেশ উল্লোককরার মতোই!