মো. নূরুল হক, দাদা- ছাবেদ আলী মুন্সি, পিতা- সাদত আলী মুন্সি, মাতা- জোহরের নেছা, গ্রাম-ধনাশী, ডাকঘর- ধনাশী, ইউনিয়ন- শিবপুর, উপজেলা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। জন্ম তারিখ ১৯/০৪/৫৫ (মেজো ভাইয়ের ডাইরীতে সংরক্ষিত কুষ্ঠি অনুযায়ী), ২৬/০৬/৫৯ খ্রিঃ (সনদ অনুযায়ী)। ৭ ভাই, ১ বোন। ভাইদের মধ্যে ৬ষ্ঠ। শিক্ষাগত যোগ্যতা- এম এস এস (রাজনীতি বিজ্ঞান)। আরবী ও প্রাথমিক শিক্ষার হাতেখড়ি যথাক্রমে- গ্রামের মক্তব ও প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক শিক্ষাকালেই মেধার সাক্ষর রাখা শুরু। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৬৭ সনে বদলিকৃত প্রধান শিক্ষক আবদুল খালেক এর হাত ধরে উপজেলা সদরের পূর্বদিকের বিরাট গ্রাম বগডহরে চলে যান। বগডহর প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৬৮ সনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তৎকালীন বৃহত্তর কুমিল্লা (বর্তমানে- কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা) জেলায় ২৬ হাজার ছাত্রের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। অতঃপর ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে বিদ্যাকুট অমর হাই স্কুল এবং নবীনগর পাইলট হাই স্কুলে কিছুদিন লেখাপড়া করেন। ১৯৭১ সনের জুনিয়র বৃত্তি পরীক্ষায় (১৯৭২ সনের প্রথমার্ধে অনুষ্ঠিত) ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অবতীর্ণ হওয়া ৭ জন ছাত্রের মধ্যে তিনি একা-ই বৃত্তি লাভ করেন। এস এস সি- ১৯৭৪ খ্রিঃ, ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। এইচ এস সি এবং স্নাতক- যথাক্রমে-১৯৭৬ ও ১৯৭৯ খ্রিঃ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ। এম এস এস (রাজনীতি বিজ্ঞান), ১৯৮১ খ্রিঃ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ডাক বিভাগের চাকুরিতে যোগদান- ২৩/১২/১৯৮১ খ্রিঃ, ডাক বিভাগের পূর্বাঞ্চলের চট্টগ্রামসহ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে উচ্চমান সহকারি পদে। ১৯৮৮ সনে পোস্ট অফিস পরিদর্শক পদে পদোন্নতি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ। বিসিএস (পোস্টাল) ক্যাডারভুক্ত ০৭/০৪/২০১১ তারিখে। দীর্ঘ ৩৭ বছর ০৬ মাস ০৩ দিন চট্টগ্রামস্থ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, চট্টগ্রাম জিপিও, কুমিল্লা পোস্টাল ডিভিশানাল অফিসসহ এর বিভিন্ন পোস্টাল সাব ডিভিশান, কুমিল্লা প্রধান ডাকঘর, কুমিল্লা ডাক প্রশিক্ষণ কেন্দ্র, নোয়াখালী, লক্ষীপুর, কুলাউড়া, রাঙামাটি ও সিলেটের বিভিন্ন ইউনিটে চাকুরি শেষে সর্বশেষে ২৬/০৬/২০১৮ তারিখে সিলেট প্রধান ডাকঘরের সহকারি পোস্টমাস্টার জেনারেল (বিসিএস, পোস্টাল) পদ থেকে চাকুরি হতে চূড়ান্তভাবে অবসরে গমন।