মাঝে মাঝে মনে হয়—আমার আর নেক আমলের মধ্যে কেউ একজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমি এক-পা দু-পা করে সৎ কাজের উদ্দেশ্যে এগিয়ে যাই! অথচ মনে হয়, পেছন থেকে কেউ আমার পা ধরে টানছে। ভেতর থেকে কেউ একজন তাকে সাহায্য করছে। ভেতর থেকে ক্রমাগতভাবে বাধা-বিপত্তি আসছে।
নফসের ধোঁকায় পড়ে আমরা কতশত গোনাহ করছি, তার কোন হিসেব নেই। নিভু নিভু প্রদীপ থেকে আলো গ্রহণ করতে গিয়েও, বঞ্চিত হতে হয়েছে বহুবার। যখনই কোন নেক কাজ করতে যাই, তখনই সেখানে নফসের বাধা আসে। যখনই অশ্লীলতা থেকে দূরে সরে থাকতে চাই, তখনই নফসের প্ররোচনা শুরু হয়ে যায়। মোটকথা, আমরা যত গোনাহ-ই করছি, বেশিরভাগ নফসের ধোঁকায় পড়েই করছি।
বই: নফসের বিরুদ্ধে লড়াই
লেখক: মাহমুদ বিন নূর
চারপাশের শত্রুরা শারীরিক ও আর্থিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে জাল বিছিয়ে রাখলেও, শয়তান কিন্তু আমাদের ঈমান হরণের উদ্দেশ্যে জাল বিছিয়ে রাখে। এদিকে আমরা, সেই জালে আটকে পড়ে খুইয়ে ফেলি ঈমানের মতো উৎকৃষ্ট বস্তু। অতঃপর, গুনাহের চাদর গায়ে দিয়ে, ধাবিত হই শয়তানের বাগানে।
বনি আদমের প্রকাশ্য শত্রু — 'শয়তান' । এই শত্রুর দ্বারাই আমরা সবচে' বেশি ক্ষতিগ্রস্ত। গুনাহের যতগুলো দরজা, তা শয়তানের দ্বারাই উন্মোচিত হয়। আর তাছাড়া, শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, তা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন । আল্লাহ তাআলা বলেন,
মাহমুদ বিন নূর— তরুণ আলেম, লেখক ও গবেষক। বর্তমান সময়ের সম্ভাবনাময় একজন সৃষ্টিশীল লেখক। মননশীল ও সৃজনশীল প্রতিভাধর এই লেখক জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ১৪-ই নভেম্বর। জন্ম ও বেড়ে ওঠা হবিগঞ্জ জেলায়। পড়ালেখার সুবাদে দীর্ঘদিন ছিলেন দেশের রাজধানী, ঢাকায়। তিনি পড়াশোনা শেষ করেন কওমি মাদ্রাসা থেকে। ঢাকা'র বড়ো বড়ো ওলামায়ে কেরামের সান্নিধ্যে ছিলেন বহুদিন। ছাত্রজীবন থেকেই ছিলেন উস্তাদদের প্রাণপ্রিয় ছাত্র। প্রসিদ্ধ শায়েখ-মাশায়েখদের কাছ থেকে নিয়েছেন 'হাদিসে নববীর' ইজাজাহ। লেখালেখির হাতেখড়ি সেই ছাত্রা জামানা থেকেই। সেই থেকে শুরু, অদ্যবধি চলছে আলহামদুলিল্লাহ। ওনার রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ— "নফসের বিরুদ্ধে লড়াই, শয়তানের বিরুদ্ধে লড়াই, অলসতার বিরুদ্ধে লড়াই, আমার শত্রু আমি, স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা, জীবনের আয়না ও প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি।" তন্মধ্যে, নফসের বিরুদ্ধে লড়াই, শয়তানের বিরুদ্ধে ও আমার শত্রু আমি— এই তিনটি বই বেস্ট সেলার তালিকায় জায়গা করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এছাড়া, ওনার সম্পাদনার হাত ধরে প্রকাশিত হয়েছে আরও বেশ কয়টি বই ।