১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত! আজই হোক আপনার কাঙ্ক্ষিত অর্ডার!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত! আজই হোক আপনার কাঙ্ক্ষিত অর্ডার!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
কবি জসীম উদ্দীনের ভূগোল যখন দেখি তখন সজল-সজীব বাংলাদেশকেই দেখি। তিনি তখন কেবল পল্লিকবি নন, হয়ে উঠেছেন সমগ্র বাঙালির কবি। পল্লিকবির প্রতি শ্রদ্ধাবনত হই হাজার’বার। সেই ছোটবেলা থেকেই পড়ছি তাঁর রচিত রুপ-সৌন্দর্য্যে পরিপূর্ণ অসাধারণ ছড়া-কবিতা। আজও শুনছি মনে দাগ কেঁটে যাওয়া তাঁর ভাটিয়ালি, মুর্শিদা, জারি-সারি লোকগান। হাজার শব্দ ছন্দিত ঝংকারে তারই কথা বার বার মনে পড়ে। তাঁর অসাধারণ সৃষ্টিকর্ম নিয়ে দেশ এবং দেশের বাইরে অনেক কবি-সাহিত্যিক এবং গবেষকগণ গবেষণাধর্মী গ্রন্থ রচনা করেছেন এবং তা প্রকাশিত হয়েছে। এখনো এ প্রজন্মের অনেক গানের শিল্পীগণও জসীম উদ্দীন রচিত পল্লিগান নিয়ে কাজ করছেন এবং তাঁদের কণ্ঠে ধারণ করছেন। তা সত্তে¦ও এক একজনের লেখার ধরণ এক একরকম। কেউ কেউ তাঁর সাহিত্যকর্মের বিশেষ কোনো একদিক নিয়ে আলোচনা করেছেন। আবার কেউ কেউ সংক্ষেপে তাঁর সাহিত্যকর্মের সবদিক নিয়ে আলোচনা করেছেন। কিন্তু আমি তাঁর সৃষ্টিসমূহ, মেধা-মননকে নিয়ে মনে ধারণ করলাম, পড়লাম এবং আমার ক্ষুদ্র জ্ঞানে কবি’র তৈরি করা কাব্য, প্রবন্ধ, নাটক, ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনি, লোকগান, লোকজপণ্য সংগ্রহের যে নিজস্ব একটি ভূবন পেলাম, যা বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, তাই নিয়ে লেখার প্রয়াস মাত্র ‘সুরের কবি গানের কবি লোকসাহিত্য সম্রাট’ কবি জসীম উদ্দীন’ এই গ্রন্থটি। শুধু তাই নয়, তিনি ১৯৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১‘র মুক্তিযুদ্ধে বলিষ্ঠ ভূমিকাও পালন করেন। বিশাল সাহিত্য প্রাচুর্যের অধিকারী কবিকে আমার এ অক্ষরশিল্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। কবি জসীম উদদীনকে নিয়ে লেখা আমার এ গ্রন্থটি এ প্রজন্ম এবং আগামী প্রজন্মের মধ্যে কবির সৃষ্টিসমূহের রেণু ছড়িয়ে যাক এ প্রত্যাশা ব্যক্ত করি।
Title
সুরের কবি গানের কবি লোকসাহিত্য সম্রাট কবি জসীম উদ্দীন