১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
"সতী ও স্বতন্তরা বাংলা সাহিত্যে নারী" বই এর ফ্ল্যাপের লেখা সতী ও স্বতন্তরা অন্যধরনের এক সংকলন—একে এক অর্থে অনন্যও বলা যেতে পারে, কেন-না এ- ধরনের আয়োজন বোধহয় এই প্রথম। নারীজীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে কী ছবি আঁকা হয়েছে বাংলা সাহিত্যে, এতে তা তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। আমরা বলে থাকি, সাহিত্য যেমন প্রতিফলিত করে ব্যক্তির মন, তেমনি তা হয়ে ওঠে সমাজের দর্পণ । এই ধারণার অনুসরণে সম্পাদক এই বিপুলায়তন গ্রন্থে নারীজীবনকে ভাগ করেছেন কয়েকটি পর্বে। এই পর্বভাগের মধ্যেও শাহীনের সৃষ্টিশীল মনের পরিচয় ধরা পড়েছে।... দেখা যাবে, এ-বিভাজন বয়ঃক্রম—শৈশব, শৈশব, কৈশোর, যৌবন, পৌঢ়ত্ব, বার্ধক্য—দিয়ে নয়, নারীজীবনের স্বীকৃত অবস্থা—জন্ম, কৌমার্য, বিবাহ, বৈধব্য, পতিতাবৃত্তি—দিয়েও নয়। এর মধ্যে জৈবজীবনের বিকাশ আর নারীর ভাবমূর্তির অতি কৌতূহলোদ্দীপক, এমনকি তাৎপর্যপূর্ণ, প্রকাশ মিশেল আছে। প্রতিটি অধ্যায়ে বিন্যস্ত শিরোনামে উপস্থাপিত হয়েছে সে সম্পর্কে বাংলা সাহিত্যে বিধৃত চিত্র। তার জন্যে সম্পাদক দ্বারস্থ হয়েছেন বাংলা সাহিত্যের প্রাচীনতম রচনা থেকে সাম্প্রতিক লেখার। চর্যাগীতি, মঙ্গলকাব্য, রামায়ণ, প্রণয়কাহিনি, বৈষ্ণব পদ চৈতন্যচরিত, দোভাষী পুথি থেকে কাব্য-কবিতা, গল্প- উপন্যাস, নাটক-স্মৃতিকথা—সবকিছুই আছে এতে। যে-শ্রম দিয়ে সম্পাদক এসব সন্ধান করেছেন, যে- মেধা দিয়ে তা নির্বাচন করেছেন তা আমাদের অভিভূত করে। প্রতিটি অধ্যায়ের সূচনায় সম্পাদকের নিজস্ব বক্তব্য আছে সংকলিত রচনার মর্ম নিয়ে । আমরা দেখতে পাই, বাংলা সাহিত্যে নারীর যে প্রতিকৃতি অঙ্কিত হয়েছে, তা বহুবর্ণ ও বহুমাত্রিক, তা দ্বন্দ্ব ও সংঘাতময়, তা ভালোবাসার রঙে ও ঘৃণার তুলিতে আঁকা ।..... ‘সতী ও স্বতন্তরা’র দুই খণ্ডে নারীর এই নানামুখী পরিচয় আমাদের আনন্দ দেবে, নতুন করে ভাবতে সাহায্য করবে।
Title
সতী ও স্বতন্তরা বাংলা সাহিত্যে নারী - দ্বিতীয় খণ্ড
শাহীন আখতার জন্ম কুমিল্লা জেলার চান্দিনায় পড়াশােনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতিতে প্রায় দুই দশক ধরে গল্প-উপন্যাস লিখছেন। - দ্বিতীয় উপন্যাস তালাশ-এর জন্য। প্রথম আলাে বর্ষসেরা বই ১৪১০ পুরস্কার পান। বইটির ইংরেজি তরজমা দ্য সার্চ নামে দিল্লির প্রকাশনা হাউস জুবান প্রকাশ করেছে ২০১১ সালে। তালা-এর ৩ কোরিয়ান ভাষার সংস্করণ আর সখী রঙ্গমালা উপন্যাসের ইংরেজি সংস্করণ বিলাভেট রঙ্গমালা প্রকাশের কাজ চলছে। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ময়ুর সিংহাসন উপন্যাসের জন্য তিনি পেয়েছেন। বাংলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস না কথাসাহিত্য পুরস্কার ২০১৫ এবং আইএফআইসি ব্যাংক পুরস্কার। তিনি ভারতের আনন্দবাজার গ্রুপের টিভি চ্যানেল। এবিপি আনন্দ কর্তৃক সাহিত্যে সেরা। - বাঙালি’ সম্মানে ভূষিত হয়েছেন ২০১৪ সালে। অতি সম্প্রতি তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন।