জন্ম ১৯৫৫ সালে। তদানীন্তন ঢাকা জেলার ঢাকা সদর উত্তর মহকুমায়। যা এখন নরসিংদী জেলার পলাশ উপজেলা। শীতলক্ষ্যার পাড়ে নদী-খাল-বিল-ঝিল আর বনবাদারের ঐ সময়কার প্রাকৃতিক নৈসর্গে।
পাকিস্তানী স্বৈরশাসনের বিরুদ্ধে ১৯৬৯-এর ছাত্র গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন। পাকিস্তানী বাহিনীর হাতে ধরা পড়ে অলৌকিকভাবে বেঁচে এসেছেন।
পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে। কলেজে অর্থনীতি পড়িয়েছেন। ১৯৮২ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস ব্যাচে প্রশাসনে চাকরি করেছেন। বর্তমানে লেখালেখি আর গবেষণায় নিয়োজিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৭০-এর দশকে প্রফেসর মুহাম্মদ ইউনূসের গুণমুগ্ধ ছাত্র ছিলেন। সেই থেকে তাঁর কর্মবীর এই শিক্ষকের সকল কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে আসছেন। এ নিয়ে লেখালেখিও করছেন। গ্রামীণ ব্যাংকের প্রথম দিককার ঋণগ্রহীতা নারীদের নিয়ে ১৯৮২ সালে প্রকাশিত 'বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য গ্রন্থের অন্যতম সহ-লেখক তিনি। এই বইটির ইংরেজি সংস্করণ 'Jorimon of Beltoil village and Others: In Search of a Future' প্রকাশিত হয় একই সময়ে। বই দু'টির সম্পাদনা করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস নিজে।
ড. মুহাম্মদ ইউনূসের বক্তৃতা নিয়ে তাঁর সম্পাদিত একটি বই প্রকাশিত হয় ১৯৯৩ সালে। সর্বশেষ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও রক্ষার লড়াইসহ তাঁর জীবন ও মহাকর্মযজ্ঞ নিয়ে এ বই প্রকাশিত হয় ২০১৩ সালে। এই বইটির একটি ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় 'Grameen Bank: The Struggle of Muhammad Yunus' শিরোনামে।
বাংলা ও ইংরেজি ভাষায় লেখা তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা চৌত্রিশ। মুক্তিযুদ্ধের ভিতর বাহির, পলাশ শিমুলের জীবন আমার, বাংলাদেশের আমলাতন্ত্র, আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর, আমলা পুরাণ, বাংলাদেশের অর্থনীতির কালো জগৎ, পবিত্র ভূমির লড়াই: রক্তেভেজা জেরুজালেম, কিশোর বিদ্রোহ ২০১৮, ফ্যাসিবাদ: অতীত বর্তমান এর মধ্যে কতিপয়।
"সিরাজ উদ্দিন সাথী ভিন্নমাত্রার একজন লেখক ও গবেষক। তাঁর লেখার বিষয়বস্তু প্রকৃতি, মানুষ ও মানুষের ইতিহাস। বাংলা ইংরেজিতে প্রাঞ্জল ভাষায় তাঁর লেখায় থাকে অনেক নতুন তথ্য, অজানা বিস্ময়! তাঁর লেখায়, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতি বিমূর্ত রূপ পায়। তাঁর লেখা নিয়ে প্রথম বই নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূস সম্পাদিত ""বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য""। তাঁর লেখা বইয়ের সংখ্যা ত্রিশ। এর মধ্যে রয়েছে উপন্যাস ও ভ্রমণ কাহিনীও। রয়েছে বাংলাদেশের আমলাতন্ত্র নিয়ে অনবদ্য দুইটি বই- বাংলাদেশের আমলাতন্ত্র ও আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর। রয়েছে বাংলায় দাসপ্রথা ও কালো অর্থনীতি নিয়ে প্রথম প্রকাশিত বই- দাস প্রথা, দাস বিদ্রোহের কথা, :বাংলাদেশের অর্থনীতির কালোজগৎ। উপন্যাস শীতলক্ষ্যার লাশ ও করোনাকালের দিবা-রাত্রি। জীবনীগ্রন্থ সক্রেটিস, Grameen Bank: The Struggle of Dr. Muhammad Yunus. অনুবাদ গ্রন্থ- স্টিফেন হকিংয়ের গ্র্যান্ড ডিজাইন এবং বাংলাদেশে মিলিটারি ক্যু। সর্বশেষ গ্রন্থ "" শিমুল পলাশের জীবন আমার। "