১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
কবিতার ছোট পরিসরে বাঁধা থাকে সাহিত্যরসের সারৎসার। তাকেই অনুভূতির ক্যানভাস বানিয়ে শ্যামল নাথ কবিতা লেখেন পরম মমতায়, আবেগে। তার কবিতা কেবলই শোক কাতর অনুভবমালা নয়, তার কবিতা যেন ছবিতে আঁকা দেশ, সত্যের বয়ান এবং কখনোও ইতিহাসের নির্মম কথন। তবে তা বিষয় বৈচিত্র্যের প্রাচুর্যে, কল্পনায়, উপমায়, তুলনায়, প্রতিতুলনায় সমৃদ্ধ।
তাই জীবন থেকে তুলে আনা নানান কবিতায় উঠে এসেছে ইতিহাস, রাজনীতি, সমাজ, ক্ষুধা, প্রেম, যৌনতা, প্রকৃতি, বাঁচার ইচ্ছে, রিপুর তাড়না, ব্যঙ্গ বিদ্রুপের মতন নানান কিছু এবং পরিশেষে অনিবার্য হয়ে ওঠা মৃত্যু। কখনও তা গ্রামীণ জীবনের কাছে নিয়ে মুখর করে, কখনোও ইতিহাস ও রাজনীতির চোখে আঙুল তুলে দেখায়, কখনও আবার মানব জীবনের ভাবনা ও দুর্ভাবনাকে উস্কে দেয়।
কখনও গভীর, কখনও আপাত-তুচ্ছ, কখনওবা আমাদের কাছে প্রায় অপরিচিত অভিজ্ঞতা থেকে উদ্ভূত যে কোন ঘটনাই উচ্চারণের মধ্য দিয়ে ‘ঝরা পাতায় জল' কাব্যগ্রন্থের নানান কবিতায় ধরা দেয় অপ্রত্যাশিত ও ভিন্নতর তাৎপর্যে।
লেখক পরিচিতি : শ্যামল নাথ একজন লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা। দেড় দশকেরও অধিক সময় ধরে অবিশ্রান্তভাবে লিখে চলেছেন কবিতা, ছোটগল্প, প্রবন্ধ এবং সাহিত্য সম-আলোচনা। নির্মাণ করেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্রও। সকল বিষয়ই সাহিত্যকে কেন্দ্র করে। ১৮ জানুয়ারি ১৯৯০-এ জন্ম নেওয়া এই সৃজনশীল মানুষ স্বপ্ন দেখেন একদিন পৃথিবীর নানান প্রান্তে পৌঁছে যাবে তাঁর সাহিত্য ও চলচ্চিত্র। পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত ফার্মেসীর প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেও নানান সৃজনশীল মাধ্যমের অভিজ্ঞতা তাঁকে ঋদ্ধ করেছে। বর্তমানে একটি বেসরকারী ব্যাংকের কমিউনিকেশন ডিপার্টমেন্টে তিনি কর্মরত আছেন।