১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
ম্যাডাম উপন্যাসের পর আমার দ্বিতীয় প্রচেষ্টা "অবেলায় পূর্ণতার ঢেউ" কাল্পনিক চরিত্রের আড়ালে বাস্তব ভাবনার ক্ষুদ্র প্রয়াস। উপন্যাসটির চলমান গতিধারা নিশ্চিত, আমাদের সমাজের ঘটমান কিছু চিত্রের হুবহু রূপের ছায়াচিত্র। চরিত্রগুলোর নাম বা ঘটনার সাথে বাস্তবে কারো জীবন বা ঘটনার সাথে মিলে গেলে তা অনিভিপ্রেত। উপন্যাসের মূল চরিত্র সীমান্ত ও স্নিগ্ধা হলেও রাইমা ও রোমানা তানজিম চরিত্র দুটি অন্যতম অনুঘটক! মূল চরিত্র সীমান্তর কৈশোরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো লেখকের কলমে কাল্পনিক, তবে বাস্তবে এর কোনো নিদর্শন নেই, তা বলা অসম্ভব। আর এমন নাক্কারজনক ঘটনার জন্য একজন মানুষের আগামীর চিন্তা চেতনার উপর কি ধারার প্রভাব পড়তে পারে, তা লেখক হিসাবে তুলে ধরবার চেষ্টা করেছি। তবে স্নিগ্ধার মতো চরিত্রও এই সমাজে বিরল নয়। ঐশ্বর্যের প্রাচুর্যের মাঝেও যে একজন মানুষ কতোটা একাকিত্বে ভুগতে পারেন এবং সেই একাকিত্বের শূন্যতা পূরণে কতোটা মরিয়া হয়ে উঠতে পারে, তা আমার ভাবনা অনুযায়ী তুলে ধরবার চেষ্টা করেছি। সাথে নারীর মেধা ও মননশীলতা পরিবার তথা সমাজের উন্নয়নের সহায়ক নয়, এমন মানসিকতা আজও বিদ্যমান, তাও তুলে ধরবার চেষ্টা করেছি! শামীমার মতো নিষ্প্রাণ তথা গুরুত্বপূর্ণ চরিত্রও বিশাল ভূমিকা রাখছে পরিবারের শান্তির রক্ষায়, তাও স্পষ্ট হয়েছে এই চরিত্রের মধ্য দিয়ে। একজন পুরোদস্তুর পাঠক হিসাবে নিজেকে পরিচয় করে দিতে স্বাচ্ছন্দ বোধ করলেও, কখন যেন অবচেতন মনে লেখার বাসনা অঙ্কুরিত হতে থাকে। সেই চিন্তার বাস্তব উপস্থাপন ছড়া, কবিতা বা ছোট গল্পের মাধ্যমে হলেও উপন্যাস লেখার বাসনা ম্যাডামের মাধ্যমে। ম্যাডাম গত বছর বেশ কিছু পাঠক, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হওয়ায় দ্বিতীয় এই প্রচেষ্টা। যা সসম্পূর্ণ কল্পনা প্রসুত। তবে বাস্তব কিছু স্থান ও বিষয় যৌক্তিক কারণে উপন্যাসের বিষয় বস্তুতে যুক্ত হয়েছে। যা লেখার স্ফুরণে ও প্রয়োজনে যথাযথ ভাবে এসে গেছে। সেই নাম, স্থান বা প্রতিষ্ঠানগুলোর প্রতি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল কবি, সাহিত্যিক ও বন্ধু বান্ধব উৎসাহিত করেছেন, তাঁদের প্রতি অনেক অনেক ভালোবাসা। বইটি প্রকাশ করছে ‘চারু সাহিত্যাঙ্গন’র কর্ণধার হাসনাত সাইফুল—এর আন্তরিকতায় আমি মুগ্ধ। উপন্যাসটির কলেবর কিছুটা বড় হলো, মূলত চরিত্রের যথাযথ উপস্থাপন করতে যেয়ে। তবে বলতে পারি পাঠক বইটি সংগ্রহ করে পড়লে অতীত ও সমসাময়িক সমাজের চলমান জীবনের চাক্ষুষ জীবনাচরণ সম্পর্কে ধারণা পাবেন। বইটির মুদ্রণে কিছু ভুলত্রুটি থেকে যেতে পারে। তা পাঠকদের ক্ষমা সুন্দর চোখে দেখবার আহ্বান জানাচ্ছি।
বিএসএস (সম্মান), এমএসএস (ঢাবি) বিসিএস (সাধারণ শিক্ষা) সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ পরীক্ষক : ঢাকা শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়