১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত! আজই হোক আপনার কাঙ্ক্ষিত অর্ডার!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত! আজই হোক আপনার কাঙ্ক্ষিত অর্ডার!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
"খতিয়ান বিষয়ক আইন ও সংশোধন পদ্ধতি" বইটির 'লেখকের প্রাক কথন' অংশ থেকে নেয়াঃ অত্র গ্রন্থটিতে ভূমি জরিপের ধারাবাহিক স্তরগুলির নমুনা খতিয়ান ও নক্সার সাহায্যে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এতে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন (সংশােধিত ২০০৪ সনে), ১৯৫০ এর ১৪৩ ও ১৪৯(৪), ১৪৫ ধারা, প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর ২৩(৩), ২৩(৪), ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৪২ বিধি, সার্ভে এন্ড সেটেলমেন্ট ম্যানুয়াল ১৯৩৫ এর ৫৩৩, ৫৩৪, ৫৩৭, ৫৩৮ বিধি ধারাসহ খতিয়ান সংশােধন বিষয়ে ভূমি মন্ত্রণালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্কুলার ও নির্দেশনা এর সাহায্যে খতিয়ান সংশােধন পদ্ধতিসমূহ বিশদভাবে উল্লেখ করা হয়েছে। অত্র গ্রন্থটিতে সাবেক হাল নক্সার সাহায্যে দাগ ভাঙ্গানাে, খাস জমি সনাক্তকরণ, হাউজিং ও মৌজা নক্সা, একোয়ার নক্সা, ছুট ভূমি, দোকর ভূমি, ফোরশাের ভূমি, রেকর্ডীয় বিক্রীত দখলীয় ভূমি নক্সা, কাল্পনিক ভূমি-নক্সা খতিয়ান, নয়নজুলি ভূমি, পেরীফেরী নক্সার বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ে আলােকপাত করা হয়েছে যা পাঠক শ্রেণির উপকারে আসবে বলে আমার বিশ্বাস। সর্বপ্রথম অত্র বইয়ে খতিয়ানের দাগ সংশ্লিষ্ট নমুনা নক্সা সংযুক্ত করা হয়েছে যাহার সাহায্যে মােকদ্দমার আরজি জবাব প্রস্তুত, দলিলের ১৫নং কলাম পূরণ করিতে, নামজারী জমাভাগ মােকদ্দমায় কলমী নক্সা সংযুক্ত করতে, সার্ভে কমিশন রিপোের্ট প্রণয়ন করিতে, সার্ভে প্রশিক্ষণ গ্রহণ করিতে, ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে এবং ভূমি ক্রয় বিক্রয় তথা ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিবে। এই বইয়ে খতিয়ান সংশােধনের জন্য বিভিন্ন ধরনের কেইস, দরখাস্ত, রায়, আদেশ সংশােধনী খতিয়ান, নক্সা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যাহাতে পাঠক সহজেই বুঝতে সক্ষম হইবেন। আমার দৃঢ় বিশ্বাস বইটি পড়িলে পাঠক সহজেই খতিয়ান সংশােধন বিষয়ে বিভিন্ন স্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণ করিতে পারিবেন। এ বইয়ের উল্লেখিত নমুনা নক্সা, খতিয়ান, কেইসের বাদী-বিবাদী, তফসিল, রায়-ডিক্রী বা আদেশ, ঘটনার স্থান, কর্মকর্তার নাম-পদবী, কার্যালয়ের নাম-ঠিকানা সম্পূর্ণ কাল্পনিকভাবে উপস্থাপন করা হইল এবং নমুনাগুলি পরামর্শমূলক তথ্য কণিকা যা কোন ভাবেই আইনগত (মােকদ্দমা) রেফারেন্স হিসেবে বিবেচিত হবে না।
লেখক পরিচিতি আবুল কালাম কিশােরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন মিরেরগাঁও গ্রামে ২৭/০৭/১৯৮০ইং তারিখে জন্ম গ্রহণ করেন। ১৯৯৬ সনে হিলােচিয়া, উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি, ১৯৯৮ এনে গভঃ শহিদ সােহরাওয়ার্দী কলেজ হতে এইচ.এস.সি, ২০০০ সনে ঢাকা কলেজ হতে বি.এস.এস, পাশ করেন। বাংলাদেশ ল' কলেজ হতে এল.এল.বি পাশ করে বাংলাদেশ বার কাউন্সিল হতে ১৪/০৫/২০০৯ইং তারিখে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা ট্যাক্সাস বার এসােসিয়েশনের সদস্য পদ গ্রহণপূর্বক আইন পেশায় নিয়ােজিত রয়েছেন। তিনি নবীন আইনজীবীদের জন্য ভূমি জরিপ বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য “সিটি ল্যান্ড সার্ভে কোচিং” প্রতিষ্ঠা করেন। ভূমি জরিপ বিষয়ে বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন এবং ভূমি জরিপ বিষয়ে বিভিন্ন ল্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেন।