১. লাভিং ওয়াইফ ২. লাভিং হাজব্যান্ড ঢাকায় গড়ে প্রতিদিন ৩৭টি সংসার ভেঙে যাচ্ছে । দুই সিটি কর্পোরেশন এবং জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে মোট ১৩,২৮৮টি তালাকের আবেদন এসেছে। ফলে প্রতি ৪০ মিনিটে ১টি করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। [সূত্র: ঢাকা ট্রিবিউন, ১৩ জুন ২০২৩] এছাড়াও প্রতিনিয়ত হাজব্যান্ড- ওয়াইফের মাঝে দাম্পত্য জীবনের কলহ বেড়েই চলেছে, দাম্পত্য জীবনকে সুখময় করে গড়ে তুলতে ''লাভিং হাজব্যান্ড ও লাভিং ওয়াইফ'' বই দুটি প্রত্যেক ঘরে ঘরে থাকা উচিত। “লাভিং হাজব্যান্ড তথা সুখময় পরিবার গঠনে স্বামীর ভূমিকা” বইটিতে তুলে ধরা হয়েছে দাম্পত্যজীবনের বিভিন্ন দিক। রাসূল সা. ছিলেন একজন আদর্শবান স্বামী। স্ত্রী, সন্তান ও পরিবারের সাথে কাটানো তার প্রতিটি মুহূর্ত হলো শিক্ষার উপকরণ। তাদের প্রতি তার দায়িত্ববোধ ও ভালোবাসা প্রতিটি স্বামীর জন্য আদর্শ। বর্তমান প্রেক্ষাপটের সাথে তুলনা করে রাসূল সা.—এর সেই আদর্শময় দাম্পত্যজীবনই তুলে ধরা হয়েছে বইটিতে। “লাভিং ওয়াইফ তথা সুখময় পরিবার গঠনে স্ত্রীর ভূমিকা” বইটিতে তুলে ধরা হয়েছে দাম্পত্যজীবনের বিভিন্ন দিক। কুরআন, হাদিস ও আছারে উল্লেখিত রমনীগণ হলেন আদর্শবান স্ত্রী। স্বামী, সন্তান ও পরিবারের সাথে কাটানো তাদের প্রতিটি মুহূর্ত শিক্ষার উপকরণ। স্বামী ও সংসারের প্রতি তাদের দায়িত্ববোধ ও ভালোবাসা প্রতিটি স্ত্রীর জন্য আদর্শ। বর্তমান প্রেক্ষাপটের সাথে তুলনা করে তাদের সেই আদর্শময় দাম্পত্যজীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে বইটিতে।
শাহাদাত হুসাইন। ১৯৯৪ সালের ৭ই ডিসেম্বর লক্ষীপুর জেলার বশিকপুর গ্রামে জন্ম। শৈশব ও কৈশোর কাটে গ্রামে। প্রাতিষ্ঠানিক পড়ালেখা শুরু হয় দত্তপাড়া কিন্ডারগার্টেনে। এরপর দত্তপাড়া আলিম মাদরাসায় ক'বছর লেখাপড়া করেন। ২০০৬ সালে ঢাকায় এসে তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়ায় অধ্যয়ন শুরু করেন। ২০০৯ সালে ঢাকায় অবস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহী জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় ভর্তি হয়ে ২০১৮ সালে তাকমীল (দাওরায়ে হাদিস) সম্পন্ন করেন আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ শিক্ষাবোর্ডে পরীক্ষার মাধ্যমে। ২০১৯ সালে তাফসিরুল কুরআন-এর ওপর তাখাসসুস করেন মারকাজুল উলূম আল-ইসলামিয়া, ঢাকায়। লেখালেখির মাধ্যমে কর্মজীবন শুরু হয়। বর্তমানে সম্পাদনার দায়িত্ব পালন করছেন। জীবিকা নির্বাহের তাগিদে লেখালেখির বেশ কয়েকটি শাখায় কাজ করলেও তাঁর মূল আগ্রহ মৌলিক কাজে। সহজ সরল ও শাণিত নির্মাণ শৈলী তার রচনার প্রাণ। প্রতিনিয়ত তিনি লেখার উন্নতিতে কাজ করছেন। গঠনমূলক সমালোচনাকে তিনি সম্মান করেন। 'হুজুরনামা' তার প্রথম প্রকাশিত উপন্যাস।