বিসিএস, পদোন্নতি পরীক্ষা, ব্যাংক পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মৌখিক পরীক্ষা, সরকারী-বেসরকারী বিভিন্ন চাকুরীসহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। সুপ্রিয় পাঠক, বাজারে সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়াবলীর উপর রচিত বইয়ের কোন কমতি নেই। এত বই'র ভীড়েও আমি একটি ভাল বইয়ের অভাব বোধ করছি সেই ছাত্রাবস্থা থেকে অধুনা বিসিএস ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের পড়াতে এসেও। তাই নিজের না হোক ছাত্র-ছাত্রীদের কাছে দায় মেটাতে ও বিসিএসসহ সকল প্রতিযোগিদের অভাব পূরণের জন্য আমার আজকের এই প্রচেষ্টা। আজকের বিশ্ব বইটিতে সাধারণ জ্ঞানের বিচিত্র সব শাখা-প্রশাখায় বিচরণের চেষ্টা করেছি। চেষ্টা করেছি পরিবর্তনশীল বিশ্বের নিত্য নতুন সকল ঘটনার তথ্য নির্ভর প্রামাণ্য বিষয় নির্ভুলভাবে উপস্থাপনা করার। বইটি লিখতে গিয়ে দৈনিক পত্রিকা, ওয়ার্ল্ড গিনেস বুক, জাতিসংঘ রিপোর্ট, বিশ্বব্যাংকের বার্ষিক রিপোর্ট, বিভিন্ন সংস্থার বার্ষিক রিপোর্ট, পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট, বাংলাদেশ ব্যাংকের বার্ষিক রিপোর্ট, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বার্ষিক রিপোর্ট, অর্থনৈতিক সমীক্ষা-২০২৩, জনশুমারী ও গৃহগণনা-২০২২ রিপোর্ট, বিবিসি, CNN, BTV, NTV ও বিভিন্ন জার্নাল থেকে তথ্য সংগ্রহকরেছি। এ শ্রম সার্থক হবে প্রিয় পাঠক, ছাত্র-ছাত্রী ও প্রতিযোগিদের হাতে নতুন ধারার কিছু তুলে দিতে পারলে। আজকের বিশ্ব বইটি লিখতে ও প্রকাশ করতে পেরে আমি পরম দয়ালু আল্লাহর দরবারে সকল প্রশংসা জ্ঞাপন করছি। বইটি বিসিএস সহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যথেষ্ট সহায়ক হবে বলে আমার আশা ও বিশ্বাস। এইতো যাত্রা শুরু। এরপর কেবল সামনে চলা। পাঠকবৃন্দের মতামত আর প্রত্যাশার হিসেব মেলাতে মেলাতে সবাইকে সংগে করে এক নির্মোহ এগিয়ে চলা। আর আমারও তো চাওয়া আছে। সে কেবল একটিই সবার ভালবাসা।