সমস্ত প্রশংসা বিশ্ব স্রষ্টা মহান পাক রাব্বুল আলামীনের; যিনি আমাদেরকে হিদায়াতের আলো দ্বারা ধন্য করেছেন। শত-সহস্র শান্তি ও রহমত বর্ষণ হোক সর্বশেষ নবি, সর্বশ্রেষ্ঠ নবি সাইয়্যিদুল মুরছালীন ... See more
সমস্ত প্রশংসা বিশ্ব স্রষ্টা মহান পাক রাব্বুল আলামীনের; যিনি আমাদেরকে হিদায়াতের আলো দ্বারা ধন্য করেছেন। শত-সহস্র শান্তি ও রহমত বর্ষণ হোক সর্বশেষ নবি, সর্বশ্রেষ্ঠ নবি সাইয়্যিদুল মুরছালীন মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাঁর পরিবার-পরিজন ও তাঁর প্রিয় সাহাবাগণের উপর। বই পড়া এবং বই নিয়ে ঘাটাঘাটি করা আমার স্বভাবগত বিষয়। তাই আলহামদুলিল্লাহ জীবনে অনেক বই-ই সংগ্রহ করেছি এবং কিছুটা পড়ারও চেষ্টা করেছি। আমার এই বই পড়ার জীবনে কিছু বই এবং কিছু লেখা আমার হৃদয়ে এমনই দাগ কেটেছে যা আমার জীবনকে ক্ষণেই ক্ষণেই বদলে দিয়েছে। কতক মণীষীদের জীবন চরিত এবং তাদের বাণী ও মন্তব্য আমাকে বার বারই উপকৃত করেছে। শয়তানের ওয়াসওয়াসার সময় প্রায়- ই আমাকে দিকনির্দেশনা করেছে বিভিন্ন মনীষীদের লেখা ও রচনা। যখনই ভ্রষ্টতার কোনো অথৈ সাগরে তলিয়ে যেতে লেগেছি তখনই আমাকে আমার কতক বই, কতক ঘটনা, কতক বাণী সহযোগীতা করেছে সেই অতল থেকে উঠে আসতে এবং মহান প্রভুর পথে চলতে। মহান আল্লাহ্-ই সকল কিছুর সহায়ক। তিনিই আমার দ্বারা এসব বই সংগ্রহ করিয়েছেন এবং পাঠ করিয়ে পথের সন্ধান দিয়েছেন। বক্ষ্যমাণ বইটি আমার জীবনে পঠিত সেই সব শ্রেষ্ঠ বইয়ের হৃদয় নাড়া দেওয়া কথামালা দিয়ে সাজানো হয়েছে যেগুলো আমার হৃদয়ে রেখাপাত করেছে বার বার এবং পথ দেখিয়েছে হিদায়াতের। দিশা দিয়েছে জান্নাতের। কিছু দিন হলো আমার মনে বার বার এ কথা উঁকি দিচ্ছে যে, বুজুর্গ মনীষীদের এসব হৃদয়স্পর্শী ও হৃদয় নিংড়ানো কথামালাগুলো যদি সংকলন করা হয় তাহলে হয়তো এর দ্বারা অন্য সাধারণ মানুষও উপকৃত হতে পারবেন। এ কথা মনে আসতেই নিয়ত করে নিলাম যে, তাহলে 'বুজুর্গ মনীষীদের রত্ন কথা' নামে একটি সিরিজ তৈরি করব ইনশাআল্লাহ। সেই ভাবনা থেকেই এই সিরিজের প্রথম বই "এই সেই হিরেগুলো