ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সুরকার শচীন দেব বর্মণ। ২০০৬ সালে পালন হচ্ছে তাঁর শতবর্ষ। সেই সময় আমার ডাক্তারির পেশা ছাড়াও, গান গাইছি। কলকাতায় একটি বিখ্যাত সংগীত প্রতিষ্ঠানের তখন সভ্যপদ পেয়েছি। তারা পালন করছে অনুষ্ঠান যা পালন হবে উত্তম মঞ্চে। আমার ভাগ্যে পড়েছে দুটি গান। ভাবলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে হাসপাতালে ভর্তি রোগীদের দেখে তারপর পাঁচটা নাগাদ বেরিয়ে পড়ব। কিন্তু কথায় বলে না, man proposes god disposes সেটা যে সেদিনই এমনভাবে খাটবে বুঝতে পারিনি।
আমারই আন্ডারে থাকা একজন পেশেন্ট নাম দুলাল বোস এসেছিলেন বসিরহাট থেকে। ষাটের কোঠায় বয়স, সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন দশদিন আগে। সিটি স্ক্যান করে দেখা গেল ব্রেনের দুদিকে সমস্যা প্রবল! এই রোগীর পরিস্থিতি যেকোন সময় খারাপ হতে পারে। সেদিন যেন বিপদ আরো বাড়ল। আবারও সিটি স্ক্যান দেখলাম মস্তিকের স্ফীতি বিপজ্জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এই স্ফীতির জন্য মাথার ভেতর তৈরি হবে ভীষণ চাপ। যত চাপ বাড়বে আরোগ্য লাভের সম্ভাবনা তত কমবে। দুলাল বাবুকে ওটিতে আনা হল। ভেঙে পড়েছেন আত্মীয় পরিজন। যে রোগীর দু তিনদিনের মধ্যে বাড়ি যাওয়ার কথা সেই রোগী কোমায়! ভেন্টিলেশনে শুয়ে আছেন।
বাধ্য হয়েই সেদিন অনুষ্ঠানের আয়োজককে ফোন করে যেতে পারব না জানিয়েছিলাম। অপারেশন করার পর ও মনে নানা চিন্তা ধাক্কা মারছিল। কদিন যমে মানুষে টানাটানির পর চোখ খুললেন দুলাল বাবু। সেই অনুষ্ঠানের আয়োজক বেশ ক্ষুব্ধ হয়েছিলেন আমার ওপরে। তিনি আমাকে বলেছিলেন, তিনি আর কখনো আমাকে ডাকবেন না। আমি জানি তিনি রুষ্ট হলেও বিধাতা অলক্ষ্যে বসে ভারী খুশি হয়েছিলেন।
দুলাল বাবু বলেছিলেন, "ডাক্তার বাবু, আমার জীবন থেকে তো রিটায়ার হয়ে যাওয়ার কথা। আপনার জন্যে এক্সটেনশন পেলাম। এই এক্সটেনশন আমি চুটিয়ে উপভোগ করব"। করেছিলেন ও। বছরে দুবার বেড়াতে যেতেন। তারপর ও উনি জীবিত ছিলেন আরো ১৪ বছর। কোভিড এসে তাঁর জীবনে দাঁড়ি টেনে দিয়েছিল।
ব্রেন টিউমার বা স্পাইন অপারেশন শুনলেই মানুষের মনে ভীতির সঞ্চার হয়। ভেন্টিলেশনে দিলে হয়তো প্রিয়জন আর ফিরবেন না এরকম ভাবনা মনে আসে। ডাক্তারি জীবনের ৩৫ বছরের অভিজ্ঞতায় বহু সম্ভব অসম্ভব ঘটনা ঘটেছে যেগুলো মিরাক্যাল বললেও কম বলা হয়! এই বইয়ে লেখক সেরকমই কিছু ঘটনা লিপিবদ্ধ করেছেন। বঙ্গরত্ন গৌরবসম্মান, ভারত বাংলাদেশ মৈত্রী সম্মান, সেরা বাঙালি, সেরা নিউরোসার্জেন ২০২৩ সম্মান প্রাপক প্রথিতযশা ডাঃ অমিতাভ চন্দের এই বইটি পাঠক পাঠিকাদের কাছে ইতিমধ্যেই সমাদৃত হয়েছে।