'আরাধ্য চুম্বন'। স্মিতহাস্যে দৃপ্ত পদক্ষেপে সদীপ্ত সাহসী ভঙ্গিতে মৃত্যুকে বরণ করার কাব্য কথা। জীবনকে চেখে দেখার প্রাণান্তকর প্রয়াস এ গ্রন্থের প্রতিটি কবিতায়। কাব্য বিবমিষায় চিন্তার মারপ্যাঁচ নয়, আবার একান্ত সারল্যেও নয়, জীবনের গহন গহীনের গুপ্ত ভাবনাকে উপ্ত করে ব্যাপ্ত করেছেন কবি চৌধুরী গোলাম মাওলা। ঋদ্ধ পাঠক এ গ্রন্থে খুঁজে পাবেন মননের পললভূমি । তাঁর বলার ধরণ অনন্য। গল্পের আভাসে কবিতায় তাঁর মুন্সিয়ানা স্বভাবগত। এ যেন আর্নেস্ট হেমিংয়ের 'দ্যা ওল্ডম্যান এন্ড দ্যা সি'-র নায়কের মতো কল্পজগতে ভাসিয়ে নিয়ে যাওয়া। রবীন্দ্রনাথ ও আল মাহমুদের বোধ-ভাবনা ও ভাষার মাঝখানে তাঁকে আবিষ্কার করা যায়। স্বতন্ত্র কাব্যস্বর নির্মাণ করে ভাষার ব্যবহার, বিষয় চিন্তন ও কাব্যকৌশলে দশক-সীমাকে অতিক্রম করেছেন এ কবি। এ গ্রন্থে আছে প্রবল প্রতিবাদে ফেটে পড়ার মতো উদ্দাম শব্দের গাঁথুনি। আছে হৃদয়কে জারিত করে পরম প্রভুর কাছে নিজেকে সঁপে দেয়ার প্রবল আকুতি। শব্দ ব্যবহারে দারুণ সচেতন বলেই প্রতিটি শব্দের ভেতরের গুঞ্জরণকে তিনি অনুভব করার চেষ্টা করেছেন। নিখুঁত বুননে সমাজ ব্যবস্থায় পচনের নেপথ্যসূত্র তিনি উপস্থাপন করেন অনন্য দক্ষতায়। সময়ের চালচিত্র এঁকে আড়ালের অশুভ কারিগরদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করার প্রচণ্ড সাহস এবং হিকমাহ তাঁর কবিতার রন্ধ্রে রন্ধ্রে। তাই তো বিশ্বাসের আলোকচ্ছটায় শুদ্ধ স্বপ্নচারী কবি প্রত্যক্ষ করেন মুক্তির মনযিল। সুদূর অথচ নিশ্চিত আলোর বন্দরে এ কাব্যের উৎসুক পাঠকবৃন্দ হয়তো হবেন কবির সহযাত্রী- সে প্রত্যাশা আমাদেরও।