১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
বইপরিচিতি ইদানীং মানুষ কঠিন, দুর্বোধ্য ভাষা পছন্দ করে না। যখন তারা দেখে কোনো লেখা তাদের যাপিত জীবন, আশা-আকাক্সক্ষা সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ছুঁয়ে যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই সে লেখা তাদেরকে আলোড়িত করে। তাই কোনকিছু লিখতে বসে ইদানীং মনে হয় একজন লেখককে সহজ করে লেখার দক্ষতাও অর্জন করতে হয়। অথচ কবিগুরু সেই কবেই বলে গেছেন, “সহজ কথা বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে”। তবুও বলে যেতে চাই চেষ্টা করি। পাঠকদের ভালোবাসা পেলে, উৎসাহ ব্যঞ্জক মন্তব্য পেলে, এরচেয়ে বড় পাওয়া আর কিছুই থাকে না। -লেখক লেখক পরিচিতি লিজি আহমেদ মনে প্রাণেই বিশ্বাস করেন যে, “কবিতার খাতায় কবি চিরকালই একা” তবু হৃদয়ের ভার কেবল কবিতা ও গানের ভেতর দিয়েই নামানো সম্ভব। লেখার ভাবনা তাকে আলোড়িত করে বলেই এ জগতে আসা, লেখক বা কবি হওয়ার বাসনা থেকে নয়। লিজি আহমেদ সাহিত্য বা সঙ্গীতচর্চা কোনোটাতেই পেশাগত নন। নিজের ভালোলাগা থেকেই বসেন লেখার খাতা নিয়ে বা কণ্ঠে তুলেন গান বা কবিতা। তার চারদিকের জগৎ ও জীবন থেকে নেয়া অভিজ্ঞতা যেখানে আছে প্রকৃতি, নিসর্গ, প্রেম, দুঃখ, সুখ, অভিমান, বিরহ এসবই তার কবিতার অলঙ্কার। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “পাঁচিলের ওপারেই সোনালী শহর”, “আমার আকাশের জোসনা ও রৌদ্র” “উঠোন জুড়ে বৃষ্টি” এছাড়া “একমুঠো ধুলো” এবং “ঘুম কেড়ে নেয়” নামে ছোট গল্প ও জীবনচিত্র সংবলিত তার দুইটি গল্প গ্রন্থও প্রকাশিত হয়েছে। “নক্ষত্রের শতগল্প”, “আতঙ্ক বাস” ও “স্বপ্নের সাতকাহন” নামে যৌথগল্পের বই ও কাব্যগ্রন্থ ছাড়াও বেশক'টি পত্রিকাতেও তার লেখা প্রকাশিত হয়েছে। এবারে জীবনচিত্র নিয়ে তার লেখা “দিন চলেছে রাতের পথে” মুক্তগল্পের বইটি প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। - প্রকাশক