প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই জানো যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তোমাদের জন্য নতুন শিক্ষাক্রম তৈরি করেছে। তোমাদের এই নতুন শিখন পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘‘অভিজ্ঞতামূলক শিখন”। নতুন শিখন পদ্ধতিতে “গণিত” বইটিকে নতুন এক আঙ্গিকে সাজানো হয়েছে। গণিতে তোমাদের অভিজ্ঞতামূলক শিখনকে নিশ্চিত করার জন্য প্রতিটি অধ্যায়ের শুরুতে একটি বাস্তবভিত্তিক ঘটনা/ধারণার মাধ্যমে ঐ অধ্যায়ের বিভিন্ন গাণিতিক বিষয়বস্তুর বিশ্লেষণ শুরু করা হয়েছে। পরবর্তীতে প্রায় প্রতিটি টপিকে গাণিতিক সমস্যার পাশাপাশি বিভিন্ন বাস্তবভিত্তিক একক কাজ, জোড়ায় কাজ ও দলগত কাজ সংযোজন করার মাধ্যমে প্রতিটি টপিকই হয়ে উঠেছে অনেক সহজবোধ্য। তোমাদের এই বইগুলোর সাথে সামঞ্জস্য রেখে ও “শিক্ষক সহায়িকার” সহযোগিতায় আমরা উদ্ভাস-এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি “প্যারালাল টেক্সট”। এই বইগুলো হবে তোমাদের বোর্ড বইগুলোর সহযোগী বই। আমাদের বিশ্বাস এই বইগুলো তোমাদের ভবিষ্যৎ প্রস্তুতিকে সুদৃঢ় করবে। গণিত বিষয়ের প্যারালাল টেক্সটকে আমরা তোমাদের বোর্ড বইয়ের সাথে একইক্রমে সাজিয়েছি। এখানেও প্রতিটি অধ্যায়ের শুরুতে রয়েছে সেই অধ্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আকর্ষণীয় একটি গল্প, যা তোমাদেরকে অধ্যায়টি নিয়ে চিন্তা করতে শেখাবে। প্রতিটি টপিকের শুরুতে ঐ টপিক সম্পর্কিত বেসিক আলোচনা, জেনে রাখো বক্স, সংজ্ঞা বক্স এবং উদ্ভাস এক্সক্লুসিভ কিছু আলোচনা আছে যা তোমাদেরকে ঐ টপিকটি আরও ভালোভাবে শিখতে সাহায্য করবে। প্রতিটি টপিকের শেষে তোমাদের প্রস্তুতি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক গাণিতিক সমস্যাবলি সংযোজন করা হয়েছে। এই সমস্যাগুলোকে MCQ, শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা যাচাই, গাণিতিক সমস্যাবলি সম্পর্কিত প্রশ্ন নিয়ে সাজানো। প্রতিটি টপিকের শেষে তোমাদের গণিত বইয়ের একক কাজ, জোড়ায় কাজ ও দলগত কাজের নমুনা সমাধান দেওয়া হয়েছে। এছাড়া তোমাদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতিকে পূর্ণতা দেওয়ার জন্য প্রতিটি অধ্যায়ের শেষে দেওয়া হয়েছে উক্ত মূল্যায়নের আলোকে নমুনা একক ও দলগত কাজ। অর্থাৎ, মূল বইয়ের পাশাপাশি উদ্ভাস-এর এই ‘‘প্যারালাল টেক্সট” পড়ার মাধ্যমে তোমাদের বেসিক আরো বেশি মজবুত হবে। আমাদের বিশ্বাস জ্ঞান এবং মূল্যবোধের সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন লেগে থাকা এবং চিন্তা করার দক্ষতা অর্জন করা। আমাদের প্যারালাল টেক্সট বইটিকে আমরা এমনভাবে সাজিয়েছি যেন এই গুণগুলো একজন শিক্ষার্থীর মধ্যে তৈরি হতে পারে। আমরা আশা করছি এই বইগুলো অধ্যয়নের মাধ্যমে তোমরা হয়ে উঠবে আগামী দিনের আলোকিত মানুষ। তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। উদ্ভাস ম্যাথ টিম
একজন শিক্ষার্থী একটি জাতির অপার সম্ভাবনার ধারক। উদ্ভাস পরিবার সবসময় এই শিক্ষার্থীদের পথচলাকে বহুমাত্রিকভাবে অনুপ্রাণিত করতে চায়। উদ্ভাস একজন শিক্ষার্থীকে না বুঝে মুখস্থ করার বদলে প্রশ্ন করতে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে আগ্রহী করে তোলে। উত্তর খুঁজে বের করার এরকম হাজারো অনিশ্চিত ভ্রমণের মাধ্যমে যুগে যুগে মানুষ জ্ঞানচর্চায় এগিয়ে গেছে। মানবসভ্যতা উন্নত হয়েছে। তবে এই উন্নতিই শেষ কথা নয়। কেননা উদ্ভাস মনে করে, একটি সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে একজন শিক্ষার্থীকে কেবল পড়াশোনায় ভালো করলেই চলবে না। বরং তার মধ্যে থাকতে হবে চিন্তাশীলতার চর্চা, ইতিবাচক মনোভাব, পর্যাপ্ত আত্মবিশ্বাস এবং মূল্যবোধের বিকাশ। মানুষ চিন্তাশীল হতে পারলে স্রষ্টার দেয়া বিপুল শক্তিশালী মস্তিষ্ককে ব্যবহার করে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। কিন্তু মূল্যবোধের চর্চার অভাবে মানুষ নিজেই নিজেদের ধ্বংসের কারণ হতে পারে। মানবসভ্যতার ইতিহাস ঘাটলে এমন অনেক ঘটনাই পাওয়া যায়। অন্যদিকে, এই পৃথিবীর বুকে প্রতিনিয়ত অজস্র প্রতিকূলতার বিপরীতে মানুষের মতো ক্ষুদ্র প্রাণীর টিকে থাকার অন্যতম হাতিয়ার হচ্ছে আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা। উদ্ভাস শিক্ষার্থীদের মেধার বিকাশের পাশাপাশি এই গুণগুলোর বিকাশকেও অপরিহার্য মনে করে। কেননা এভাবেই সত্যিকারের পরিবর্তন আসে। বস্তুত পরিবর্তনের প্রত্যয়ে পথ চলতে চলতে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নকেই বাস্তবায়ন করতে চায় উদ্ভাস।