সাফল্য অর্জনের উপায় আমাদের জীবন চলার পথটা রেলগাড়ির মতো সমান্তরাল নয়। চলতি পথে আমাদেরকে নানা বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়। এসব বাধা-বিপত্তি উত্তরণে ব্যর্থ হলে আমরা অনেকেই মুষড়ে পড়ি, হতাশ হয়ে পড়ি এবং দিন শেষে ব্যর্থতাকেই বরণ করে নেই। তাছাড়া আমরা প্রায় সবাই জীবনে সফল হতে চাই, চাই সুখী-সুন্দর একটি জীবন গড়ে তুলতে। কিন্তু আমরা অনেকেই সেই কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে পারি না। এর কারণ হলো বাধা-বিপত্তি কাটিয়ে সফল হওয়ার উপায়গুলো আমরা ভালোভাবে জানি না। আর জানি না বলে সেই উপায়গুলো প্রয়োগ করতে পারি না, যার ফলাফল হিসেবে আমাদের জীবনে নেমে আসে হতাশা আর ব্যর্থতা। এর বিপরীতে আমরা যদি নিজের সামর্থ্য ও দুর্বলতার জায়গাগুলো চিনতে পারি, বাধা-বিপত্তি কাটিয়ে উঠার উপায় জানতে পারি, সেই সঙ্গে পাই একটু অনুপ্রেরণা, তাহলে আমরা আমাদের জীবনকে সহজ-সুন্দর ও সফল করে তুলতে পারবো। আশার কথা হলো, বর্তমান গ্রন্থটি এক্ষেত্রে আমাদেরকে সহায়তা করতে এগিয়ে আসবে। সংকলিত এই গ্রন্থটি পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো জীবনের ৮৫টি ক্ষেত্রে বাধা-বিপত্তি উত্তরণ এবং সফল হওয়ার সহজ ও কার্যকরী উপায়। আশা করা যায়, এই পরামর্শগুলো কাজে লাগিয়ে আমরা খুব সহজেই জীবনকে সুখী-স্বাচ্ছন্দ্যময় ও সফল করে তুলতে পারবো। থিংক অ্যান্ড গ্রো রিচ থিংক অ্যান্ড গ্রো রিচ" বইয়ের ফ্ল্যাপের লেখা: 'ধনীরা কী করে ধন-সম্পদ অর্জন করে তা জানার জন্য আমি (গ্রন্থকার) পঁচিশ বছর ধরে গবেষণা করেছি। এই সময় আমি পঁচিশ হাজার মানুষের জীবন বিশ্লেষণ করেছি। এই গবেষণা ছাড়া সম্ভবত এই বই লেখা যেত না। 'এই বইয়ে ধন-সম্পদ উপার্জনের সেই গোপন সূত্রাবলি বর্ণনা করা হয়েছে, যেগুলো ব্যবহার করে পাঁচশতের অধিক মানুষ সম্পদশালী হয়েছেন, যাদেরকে আমি (গ্রন্থকার) দীর্ঘ সময় ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। 'এই হয়েছিলেন। বইয়ের গোপন রহস্যটি ব্যবহার করে লাখো নারী-পুরুষ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। এই রহস্য ব্যবহার করে অনেকে (বিরাট) সৌভাগ্যের অধিকারী 'এই বইয়ে উল্লেখিত পদ্ধতি যারা একবার আয়ত্ব করেন, এবং প্রয়োগ করেন, তারা খুব অল্প চেষ্টাতেই ক্রমাগতভাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকেন। তারা কখনো পুনরায় ব্যর্থতায় পড়েন না।
Napoleon Hill was born in Wise County, Virginia. He began his writing career at age 13 as a "mountain reporter" for small town newspapers and went on to become America's most beloved motivational author. His work stands as a monument to individual achievement and is the cornerstone of modern motivation. His most famous work, Think and Grow Rich, is one of the best-selling books of all time. Hill established the Foundation as a nonprofit educational institution whose mission is to perpetuate his philosophy of leadership, self-motivation, and individual achievement.