কবি ও কথাসাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরীর ‘জাফরান সিঁদুর’ গল্পগ্রন্থটিতে চারটি গল্প রয়েছে। মৃন্ময়ী তৃষ্ণা গল্পের মূল চরিত্রে সাবা ঢাকা ভার্সিটির এবং শাহান বুয়েটের শিক্ষার্থীর চমৎকার সম্পর্কের যবনিকা নিদারুণ ঘটনার প্রবাহে চলমান থাকে। যা শতাব্দী কালের ইতিহাসের পৃষ্ঠায় প্রেম-বিরহের মহাকাব্যিক উপাখ্যান হয়ে পাঠকের কাছে ফিরবে মৃন্ময়ী তৃষ্ণার পদাবলিরূপে। অনিক আর পৃথুলার দীর্ঘ দিনের সম্পর্ক। কিন্তু ঘটনা প্রবাহে ভালোবাসার সেই মঞ্চে সাগরের প্রবেশ বেশ নাটকীয়। এমনি ত্রিমুখী অথচ নিরেট ভালোবাসা ও রোমাঞ্চকর ঘটনার আবর্তে কাহিনি এগিয়ে যায়। এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে কিভাবে যাপিত জীবনে সফলকাম হওয়া যায়, তারই বহিঃপ্রকাশ ঘটেছে। গল্পের নায়িকা সিঁদুর। কপালের সিঁদুর মুছে দিলে যেমন লাল দাগ হয়, তেমনি একটি জন্মদাগ আছে তার কপালে। মা-বাবা অতি আদরের কন্যা সন্তানের নাম রাখেন জাফরান সিঁদুর। সমাজ সচেতন লেখক সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাকে বিভিন্ন চরিত্র চিত্রায়নের মাধমে তুলে আনবার চেষ্টা করেছেন। উক্ত গল্পের প্রত্যেকটি চরিত্র যেন এক একটি ঘটনার প্রতিচ্ছবি। চিঠি সাহিত্য বেশ সমৃদ্ধ ও জনপ্রিয় ছিল একসময়। কিন্তু কারো লেখা চিঠি যদি কারো জীবনের ঘটনার কেন্দ্রিয় চরিত্র হয়ে ওঠে, তাহলে কেমন হবে। তেমনি একটা ভিন্ন স্বাদের গল্প ‘চিঠি’। এছাড়াও ‘প্রেমের বেদিতে শুকনো গোলাপ’ গল্পে কিছু চমক রয়েছে। কবি ও কথাসাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরীর ‘জাফরান সিঁদুর’ গল্পগ্রন্থটি পাঠকপ্রিয়তা পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। লেখকের জন্য শুভকামনা। আবুল খায়ের, কবি ও প্রকাশক
কবি ও কথাসাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরী। তাঁর পিতার নাম শফিকুল হক চৌধুরী। মাতার নাম সৈয়দা ফয়জুন্নেসা খাতুন। স্বামীর নাম এ এম আজিজুর রহমান খান। তাঁর জন্মস্থান সিলেট সদর। তিনি বর্তমানে ঢাকা,বাংলাদেশের স্থায়ী বাসিন্দা। তাঁর জন্ম তারিখ ৭ই ডিসেম্বর। শিক্ষাগত যোগ্যতাঃ অর্থনীতিতে স্নাতক (সম্মান) পেশায় তিনি একজন শিক্ষক ছিলেন।তাঁর রচিত মোট একক গ্রন্থসংখ্যা ৯টি। কবি ও কথাসাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরীর অংশগ্রহণে যৌথ কাব্যগ্রন্থ ১৫টি রয়েছে। তিনি প্রবন্ধ, নিবন্ধও লিখে থাকেন। বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় কবির লেখা নিয়মিত প্রকাশিত হয়। তিনি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের সাহিত্য গ্রুপের সদস্য এবং লেখালেখি করেন। সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে কবিকে আজীবন সম্মাননা পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়।আন্তর্জাতিক সাহিত্যে অবদানের জন্য গ্লোবাল স্টার এওয়ার্ড,দৈনিক ঐশী বাংলা সাহিত্য পুরস্কার(অর্থ সম্মানী),,ঢাকা সাহিত্য পরিষদ পুরস্কার এবং কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য পুরস্কার, মাদার তেরেসা স্বর্ণপদক,বেগম রোকেয়া পদক উল্লেখযোগ্য।