১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
মধ্যযুগের বিস্ময়কর সাধককবি কবীরের জীবনী ও সন-তারিখ নিয়ে বহু তর্ক-বিতর্ক, বিস্তর রহস্য-কিংবদন্তী । কিন্তু তাঁর বচনের জনপ্রিয়তা প্রশ্নাতীত। সর্বজনীন ও যুগোত্তীর্ণ এই রচনাবলিতে অবশ্য বেশকিছু প্রক্ষিপ্ত অংশেরও অনুপ্রবেশ ঘটে গিয়েছে। এই শতকের শুরুর দশকে পণ্ডিত ক্ষিতিমোহন সেন শান্তিনিকেতনে যোগ দিয়েই, রবীন্দ্ৰনাথের প্রত্যক্ষ প্রেরণায় ও তাগিদে, কবীরের এক নির্ভেজাল বচন-সংগ্রহে উদ্যোগী হন ।বহু পুঁথিপত্র ঘেঁটেছেন, বহু জায়গা ঘুরেছেন, সরাসরি লোকমুখ থেকেও আহরণ করেছেন তিনি উপাদান। সেই বিপুল পরিশ্রমেরই ফসল চার-খণ্ডে-প্রকাশিত ‘কবীর’। প্রায় পঁচাশি বছর বাদে সেই অমূল্য গ্রন্থটি এক-খণ্ডে পুনর্মুদ্রিত হল। প্রায় সাড়ে তিন শো কবীর-বচন এখানে বিষয়মুখী বিন্যাসে অন্তর্ভুক্ত, সঙ্গে সরল বঙ্গানুবাদ । জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এই সংকটকালে এ-গ্রন্থের পুনঃপ্রকাশকে স্বাগত জানিযেছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সব্যসাচী ভট্টাচার্য। তাঁর বিস্তৃত প্রাক্কথনটি এই সংস্করণের আরেক আকর্ষণ ।
Kshitimohan Sen ক্ষিতিমোহন সেনের জন্ম ১৮৮০, কাশীতে। কাশী কুইন্স কলেজ থেকে সংস্কৃতে এম এ । কর্মজীবন শুরু চম্বারাজ্যের শিক্ষাবিভাগে। ১৯০৮ সালে রবীন্দ্রনাথের আহ্বানে ব্ৰহ্মচৰ্যাশ্রমে যোগদান, পরে বিদ্যাভবনের অধ্যক্ষ, কিছুদিন বিশ্বভারতীর অস্থায়ী উপাচাৰ্য। লোকসংগীত ও ছড়া সংগ্রহের জন্য তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্ৰমণ করেছেন। কবীর, দাদু, মধ্যযুগীয় মরমিয়া সাধক এবং বাউলদের গানের সুসংবদ্ধ সংগ্ৰহ তাঁর অসামান্য কৃতিত্ব। তাঁর প্রকাশিত গ্ৰন্থঃ কবীর, ভারতীয় মধ্যযুগের সাধনার ধারা, ভারতের সংস্কৃতি, বাংলার সাধনা, জাতিভেদ, হিন্দু মুসলমানের যুক্তসাধনা, বলাকা কাব্য পরিক্রমা, বাংলার বাউল, চিন্ময় বঙ্গ, প্রাচীন ভারতে নারী, যুগগুরু রামমোহন। রবীন্দ্রনাথের ‘ওয়ান হান্ড্রেড পোয়েমস অফ কবীর’ গ্রন্থটি ক্ষিতিমোহনের কবীর-বচন সংগ্ৰহ অবলম্বনে রচিত (১৯১৪) বিশ্বভারতীর প্রথম “দেশিকোত্তম’ (১৯৫২)। মৃত্যু: ১২ মার্চ ১৯৬০৷৷ তার দৌহিত্র অর্থনীতিতে নোবেল পুরস্কারে সম্মানিত (১৯৯৮) অমর্ত্য সেন হাভার্ড বিশ্ববিদ্যালয়ে ল্যামন্ট ইউনিভার্সিটি অধ্যাপক। কেমব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার পদে ছিলেন ১৯৯৮–২০০৪। তাঁর সাম্প্রতিকতম গ্রন্থগুলি হল ইন্ডিয়ান’, ‘র্যাশনালিটি অ্যান্ড ফ্রিডম” এবং ‘আইডেনটিটি অ্যান্ড ভায়ো’ডেভেলপমেন্ট অ্যাড ফ্রিডম’, ‘আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান’, ‘র্যাশনালিটি অ্যান্ড ফ্রিডম’ এবং ‘আইডেনটিটি অ্যান্ড ভালোলেন্স : দি ইলিউশন অফ ডেসটিনি’। তার গ্রন্থগুলি তিরিশটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।