বইটির বৈশিষ্ট্য:
বাংলা প্রথম পত্র মেইড ইজি: প্রশ্নপত্র (English Version) খণ্ডের বৈশিষ্ট্য
বোর্ড প্রশ্নের বিশ্লেষণ
সৃজনশীল রচনামূলক অংশের প্রয়োগ ও উড়বচতর দক্ষতার প্রশ্নগুলো হয়ে থাকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বা টপিকের আলোকে। তাই বিভিন্ন সালের সকল বোর্ড পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে ‘গ’ ও ‘ঘ’ নম্বর প্রশ্নের শিখনফল এখানে সুপার টিপ্স আকারে দেওয়া হয়েছে। নমুনা হিসেবে এ প্রশ্নগুলো দেখে নিলে তুমি টপিকগুলোর গুরুত্ব বুঝতে পারবে এবং নিজে নিজেই সাজেশন তৈরি করতে পারবে।
বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র
পরীক্ষা প্রস্তুতির জন্য শিক্ষাবোর্ড প্রণীত ২০২৩-২০১৯ সালের এসএসসি পরীক্ষার সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এখান থেকে তুমি বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। প্রশ্নের এ ধরনকে মাথায় রেখেই প্রতিটি অধ্যায় শেষে তোমাদের জন্য দেওয়া হয়েছে সাজেশন অংশটি।
শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র
ক্যাডেট কলেজসহ সকল বোর্ডের শীর্ষস্থানীয় স্কুলসমূহের ২০২৩ সালের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে সেরা মানের সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এ অংশের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এক্সক্লুসিভ মডেল টেস্ট
বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্নের সমন্বয়ে এক্সক্লুসিভ মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। ঘড়ি ধরে প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর তোমরা মেইড ইজি অহংবিৎ চধঢ়বৎ থেকে উত্তর মিলিয়ে নেবে। মডেল টেস্টের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে সম্পূর্ণ করবে।
সাজেশন: পরীক্ষা ২০২৫
বাংলা প্রথম পত্র বিষয়ের সাজেশন অংশটি বোর্ড পরীক্ষক, প্রশ্ন মডারেটর ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক প্রণীত। এটির অনুসরণ তোমাদের শতভাগ সাফল্য নিশ্চিত করবে।
টপ গ্রেড প্রশ্নের সাজেশন
নির্বাচনি পরীক্ষার প্রতিটি স্কুলের প্রশ্নপত্রে সেরা মানের প্রশ্নগুলোকে ★ চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞ শিক্ষকমণ্ডলী সমন্বয়ে গঠিত একটি প্যানেল প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করে টপ গ্রেড প্রশ্নগুলোকে বাছাই করেছেন সাজেশন হিসেবে।
গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর সাজেশন
সৃজনশীল রচনামূলক প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় ও বিষয়বস্তুর আলোকে করা হয়। তাই এ অংশে ওয়ান স্টার ও টু স্টার রেটিং করে অধ্যায় ও বিষয়বস্তুর সাজেশন দেওয়া হয়েছে।
সুপার সাজেশন
সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশন ছাড়াও রয়েছে সংক্ষিপ্ত আকারে সুপার সাজেশন। বিগত বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও স্কুল প্রশ্ন বিশ্লেষণ করেই তৈরি করা হয়েছে সুপার সাজেশনটি। এছাড়াও পরীক্ষায় নিশ্চিত কমন পেতে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে।
পরিশিষ্ট অংশে নির্বাচনি পরীক্ষার আরও প্রশ্নপত্র
বইটিতে শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র ছাড়াও ‘পরিশিষ্ট’ অংশে রয়েছে বাছাইকৃত স্কুলের নির্বাচনি পরীক্ষার আরও প্রশ্নপত্র। এগুলো মূলত অগ্রসর শিক্ষার্থীদের অধিক অনুশীলনের জন্য দেওয়া হয়েছে। এসব প্রশ্নপত্রে ★ চিহ্নিত প্রশ্নগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ।
বাংলা প্রথম পত্র মেইড ইজি: উত্তরপত্র (English Version) খণ্ডের বৈশিষ্ট্য
অধ্যায়ভিত্তিক পরীক্ষা প্রস্তুতি
২০২৪