রাশিয়ার ছোট একটি গ্রামে গ্রাহাম ও'ডিয়াটলভ নামের এক ক্ষুদ্র লেখক লিখেছিল এক থ্রিলার সিরিজ। থ্রিলারের একাধিক ধারাকে এক প্ল্যাটফর্মে আনার উদ্দেশ্যে সে একে একে লিখেছিল সিরিজের বইগুলো- 'দ্য রেড ডোর', 'অসমাপ্ত ক্যানভাস', 'এক হাজার সূর্যের নিচে' এবং 'ক্রিমসন'।
কিন্তু সে জানতো না, তার প্রতিটি লেখাই ছিল বাস্তবতার অংশ। ধীরে ধীরে তার গল্প সত্যতে রুপান্তর হতে থাকে এবং তারই বিশ্বে তার অতিপ্রাকৃতিক সৃষ্টিগুলো অস্থিতিশীলতা তৈরি করতে থাকে। নিজের গল্পের চরিত্রদের এবং দুর্বৃত্তদের মুখোমুখি হওয়ার ভয়ে সে রাশিয়া ত্যাগ করে সিভিলিয়াতে এসে লুকিয়ে থাকার চেষ্টা করে। কিন্তু লুকিয়ে থাকতে পারে না সে। তারই শেষ সৃষ্টি, এক এলদ্রীচ ঈশ্বরের প্রতিনিধি- 'ফ্যান্টম' পদার্পন করে তার দুনিয়ায়।
এবং ফ্যান্টমের উদ্দেশ্য একটিই আজ-
ডিয়াটলভকে সে নিজের আওতায় আনবে, যেন লেখক সাহেব তার জন্য এক নতুন গল্প লিখতে পারে, এক নতুন দুনিয়ার গল্প, যেখানে সে তার দর্শনকে স্থাপনা দিতে পারবে অতীতের সব চিহ্ন মুছে দিয়ে। যদি অন্যায় অবিচারের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হয়, তাতে দ্বিধা নেই ফ্যান্টমের। কিন্তু কোনো অন্যায় আর অবিচার কাগজের পাতা থেকে মুছে যায় না। থেকে যায় কালি হয়ে সময়ের আড়ালে। ঠিক যেমনটি মুছে যায়নি গ্রাহাম ও'ডিয়াটলভের প্রথম অবহেলিত সৃষ্টি, দ্য ব্ল্যাক ফ্লেইম!
আর হয়তো ফ্যান্টমের আজ সেটাই প্রয়োজন, ব্ল্যাক ফ্লেইমের রক্ত। Blood of the Black Flame
এমন এক রক্ত, যাকে কালি হিসেবে ব্যবহার করে নতুন এক গল্প লিখতে বাধ্য করবে ডিয়াটলভকে।
পারবে কি ডিয়াটলভ লুকিয়ে থাকতে ফ্যান্টমের কবল থেকে? পারবে কি সে তার থ্রিলার সিরিজের সমাপ্তি দিতে? এমন এক সমাপ্তি, যা তার সব গল্পের অসমাপ্ত প্লটলাইনগুলোকে সমাপ্তি দিবে। পারবে কি সে তার অসমাপ্ত ক্যানভাসটির সমাপ্তি দিতে? নাকি ফ্যান্টমের কাছে হার মেনে এক কলুষিত গল্প লিখবে সে? এক অন্ধকার সমাপ্তি সময়ের শেষ প্রান্তে গিয়ে। যেখানে সব গল্প শেষ হয়!
জন্ম ১৯৯৪ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকায়। বাবা পুলিশের কর্মকর্তা হওয়াতে তার বেড়ে উঠা ঢাকাসহ বিভিন্ন জেলায়। তার এই যাত্রার অন্যতম সঙ্গী ছিল বই, যা তাকে পরবর্তিতে লেখালেখিতে আগ্রহী করে তোলে। ২০২০ সালের বইমেলায় লেখকের প্রথম বই 'দ্য রেড ডোর' প্রকাশিত হয়। তারপর থেকে প্রতি বছরই বই প্রকাশিত হয়। তার বাকি বইগুলো হচ্ছে- দ্য রেড ডোর (২০২০) অসমাপ্ত ক্যানভাস (২০২১) ইউক্লিড (২০২১) ডাস্কমেইডেন (২০২৩) ক্রিমসন (২০২৪) দ্য ব্ল্যাক ফ্লেইম (২০২৫) সাহিত্যনুরাগী এই লেখকটির ইচ্ছে প্রতি বছর অন্তত একটি বই পাঠকদের সামনে তুলে ধরা। পাঠকদের কারণে এতদূর আসা হয়েছে তার, বাকি পথও এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে পাঠকদের অনুপ্রেরণায়। কেননা, একজন গল্পকারের সবচেয়ে বড় অর্জন হচ্ছে গল্প বলা।