ঐতিহাসিক উপন্যাস সংগ্রহ' বইটিতে স্থান পেয়েছে অতীত-ইতিহাসের কালপ্রবাহে সংঘটিত বিভিন্ন কাহিনি অবলম্বনে রচিত পাঁচটি উপন্যাস।
যষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেবের কন্যা রোসিনারা এবং মারাঠা বীর শিবাজীর ব্যর্থ প্রণয়কাহিনির কল্পচিত্র রচিত হয়েছে ভূদেব মুখোপাধ্যায়ের 'অঙ্গুরীয় বিনিময়' উপন্যাসে। মনে করা হয় এটিই বাংলা ভাষায় প্রথম ঐতিহাসিক উপন্যাস রচনার প্রয়াস। প্রথম বাঙালি সম্রাট শশাঙ্কের কাহিনি-সংবলিত 'শশাঙ্ক' উপন্যাসে ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় মুসলিম বিজয়পূর্ব ভারত তথা বাংলার একটি পর্যায়ের ইতিহাসকে ধরেছেন। বৌদ্ধ ও হিন্দু মতাদর্শের অন্তর্দ্বন্দ্ব উপন্যাসটিতে তীক্ষ্ণ বীক্ষণের মধ্য দিয়ে চিত্রিত। সেনবংশের শেষের দিকে এই সংঘাত তীব্র আকার ধারণ করলে বৌদ্ধযুগের অবক্ষয়ের সঙ্গে সঙ্গে সমাজের বিপন্ন নিম্নবর্গের মানুষদের মধ্যে ইসলাম ধর্মের প্রতি ঝোঁক বাড়ে। এই প্রেক্ষাপটে রচিত দীনেশচন্দ্র সেনের 'শ্যামল ও কজ্জল' উপন্যাসটি। প্রসন্নময়ী দেবীর 'অশোকা' উপন্যাসে রয়েছে ১৮৫৭ সালে ঘটে যাওয়া সিপাহি বিদ্রোহে যুক্ত বিদ্রোহী সিপাহিদের বিশ্বাসযোগ্য একটি সংক্ষিপ্ত ইতিহাস। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সময়ে বাংলায় কর-আদায় ব্যবস্থার নিষ্ঠুরতা এবং কর-আদায়ে নিযুক্ত দেওয়ানদের অপরিমিত অত্যাচারের বাস্তব ও নিখুঁত চিত্র ধরা আছে চন্ডীচরণ সেনের 'দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহ' উপন্যাসে।
১৮৫৭ থেকে ১৯৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে রচিত এই পাঁচটি উপন্যাসের মধ্যে দুটির কাহিনি বৌদ্ধযুগের, দুটি ইংরেজ আমলের এবং একটি মুঘল যুগের ইতিহাসের বর্ণনা।