আমি দীর্ঘদিন গণিত পড়াই। সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসরুমে দেখা হয়। আগে গণিতে শিক্ষার্থীদের যত আগ্রহ দেখতাম, এখন তার থেকে আগ্রহ দেখি বহুগুণ।
এখন ক্লাসরুমে গণিত চর্চার পাশাপাশি গণিতের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের আগ্রহ দেখা যাচ্ছে। তারা গাণিতিক ধাঁধা, গণিতের অনেকরকম সমস্যা সমাধানে চেষ্টা করে, গণিত অলিম্পিয়াডে অংশ নেয়। সারা দেশে এখন গণিত চর্চার ক্লাব আছে। এই ক্লাবে বন্ধুরা সপ্তাহে একত্রিত হয়ে আনন্দে গণিত করে।
যে একবার গণিতে মজেছে, তার কাছে গণিত খুব আনন্দের বিষয়। একটা সমস্যা সমাধান করলে তার মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ লাগে। নিজের প্রতি বিশ্বাস ও মনোবল তৈরি হয়।
এই বইয়ে শিক্ষার্থীদের কাছে গণিতের মজার জগতটা মেলে ধরতে চেষ্টা করেছি। শিক্ষার্থীরা কোথা থেকে শুরু করবে, কীভাবে শুরু করবে, তা দেখানোর চেষ্টা করেছি এই বইয়ে। বইটি পড়লে সবাই যে গণিতে স্মার্ট হয়ে যাবে বা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবে, বিষয়টা তেমন নয়। তবে স্মার্ট হওয়ার শুরুটা হতে পারে এখান থেকেই। বইটি পড়ে গণিতের প্রতি ভালোবাসা জন্মাবে বলে আমার বিশ্বাস।
যোগ, বিয়োগ, গুণ ও ভাগ কীভাবে সহজে করা যায়, এ বইয়ে সেই কৌশল দেখানো হয়েছে। বইটি ভালোভাবে চর্চা করলে যে কেউ খাতা কলম ছাড়া, শুধু মনে মনে খুব দ্রুত যেকোনো গুণ করতে পারবে। যোগ ও বিয়োগ তো পারবেই। পাশাপাশি প্রতিটি পর্ব শেষে আছে নিজেকে যাচাই করার সুযোগ। আশা করি বইটি শিক্ষার্থীদের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর পাশাপাশি গণিতভীতি দূর করতে সাহায্য করবে।
বইয়ের অনেকাংশ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তায়। সেগুলোর সঙ্গে আরও অনেক অপ্রকাশিত অধ্যায় যুক্ত করে বইটি প্রকাশ করা হলো। এ বইয়ের ধারণা এবং অনেক তথ্য নেওয়া হয়েছে বিল হ্যান্ডলির স্পিড ম্যাথ ফর কিডস বই থেকে।
বইটি পড়ে প্রয়োজন মতো সংশোধন করে দিয়েছেন অগ্রজ দুই সহকর্মী বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার ও সহসম্পাদক উচ্ছ্বাস তৌসিফ। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। কিশোর আলোর সহসম্পাদক আহমাদ মুদ্দাসসেরকে ধন্যবাদ বইটি পড়ে প্রয়োজনীয় মতামত দেওয়ার জন্য। আব্দুল্লাহ আল মাকসুদ বইয়ের প্রচ্ছদ তৈরি করেছেন। নানা সময় আরও অনেক সাহায্য করেছেন। তাঁর কাছেও আমি কৃতজ্ঞ। সর্বপরি বইটি দুই মলাটে প্রকাশ কররা জন্য স্বপ্ন ৭১ প্রকাশনের আবু সাঈদসহ সবাইকে ধন্যবাদ।
কাজী আকাশের জন্ম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামে। পড়ালেখা গণিতে। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা সম্পাদনার সঙ্গে জড়িত। নিয়মিত লেখেন প্রথম আলো এবং জনপ্রিয় কিশোর ম্যাগাজিন কিশোর আলো য়। গণিত, বিজ্ঞান, ইতিহাস, কিশোর সাহিত্যসহ নানা বিষয়ে তাঁর লেখালেখি।